শিরোনাম :
হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী চাচা-ভাতিজা নিহত সিলেট মহানগরীর ভাড়া নির্ধারণ ও অবৈধ গাড়ি পার্কিং বন্ধ করার দাবিতে সিসিক প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান সিলেট জেলা বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধন সিলেটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ সিলেটের কৃষি মন্ত্রণালয়ের দপ্তর/ সংস্থা প্রধানদের সাথে মতবিনিময় সিলেটে পার্টনার প্রকল্পের প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় ষড়যন্ত্র চলছে, সবাইকে সতর্ক থাকতে বললেন তারেক রহমান ভুয়া মামলাকারীদের ধরিয়ে দিন ব্যবস্থা নেওয়া হবে -সিলেটে স্বরাষ্ট্র উপদেষ্টা সংবিধান সংস্কারে ৬২ প্রস্তাব বিএনপির টেকনাফে ৩ অপহরণকারী আটক ২ ভিকটিম উদ্ধার

আজকের ইতিহাস সৃষ্টিকারী তরুণরাই আলোকিত বাংলাদেশের প্রেরণা ও পাথেয়–অধ্যক্ষ মো. ফয়জুল হক

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৩৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. ফয়জুল বলেন, আজকের তারুণ্যই ভবিষ্যতের কাণ্ডারি। তোমরা যে দৃষ্টান্ত স্থাপন করেছ, তা অনাগতকাল বাংলাদেশের মানুষের মনে গেঁথে রবে। তোমাদের ত্যাগ তিতিক্ষা দেখে আমরা সবাই আশাবাদী; আমি নির্দ্বিধায় বলতে পারি তোমাদের মতো তরুণদের হাত ধরেই বাংলাদেশ একদিন বিশ্বমঞ্চে দাঁড়াবে। এইচএসসি স্তর হলো শিক্ষা জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এটাই উচ্চশিক্ষার ভিত্তি। আমাদের সুদৃঢ় আশাবাদ, তোমরা যে স্বপ্ন নিয়ে আজ এখানে এসেছো, তোমাদের ও আমাদের মিশেলে দুবছর পর নতুন এক তুমি হয়ে বের হবে। অধ্যক্ষ আরো বলেন, স্কলার্সহোম মেজরটিলা কলেজ তোমাদের স্বপ্ন সারথি হিসেবে সর্বদা পাশে থাকবে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ; আমাদের পরিবারে তোমাদের স্বাগত জানাই।
বুধবার (১৪ আগস্ট) স্কলার্সহোম মেজরটিলা কলেজে জাঁকজমকপূর্ণ পরিবেশে একাদশ শ্রেণির ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অত্র প্রতিষ্ঠানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা মিলিয়ে চারশো সাতাশ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।
প্রভাষক শাহাব উদ্দিন আহমেদ ও প্রভাষক আন্নামা চৌধুরীর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের একাডেমিক ইনচার্জ প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন। কুরআন তেলাওয়াত ও গীতা পাঠ এবং জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে আইসিটি ডিপার্টমেন্টের সহায়তায় কলেজের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের কয়েকজন। পর্যায়ক্রমে প্রত্যেক বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষার্থীদের সামনে বিভাগের অন্য শিক্ষকদের পরিচিতি তুলে ধরেন।
শিক্ষকদের পক্ষ থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রধান, প্রভাষক জাকারিয়া আল মামুন ও জীববিজ্ঞান বিভাগের প্রধান, প্রভাষক নিজাম উদ্দিন। পরবর্তীতে শ্রেণিশিক্ষকগণ শিক্ষার্থীদের নিয়ে নিজ নিজ শ্রেণিকক্ষে যান, কুশল বিনিময় করেন এবং কলেজ ডায়েরি, ক্লাস রটিন, একাডেমিক ক্যালেন্ডার ও প্রিন্সিপাল স্যারের পক্ষ থেকে শুভেচ্ছা কার্ড প্রদান করেন। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ ও সকল বিভাগের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain