শিরোনাম :

আল্লামা সাঈদী স্মরণে সিলেট মহানগর শ্রমিক কল্যাণের দোয়া মাহফিল

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৩৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগর উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (র.) ছিলেন বিশ^নন্দিত মুফাসসিরে কুরআন। তাঁর জ্ঞানগর্ভ তাফসির শুনে অনেক পথভ্রস্ট দ্বীনের পথে ফিরে এসেছে। অনেক অমুসলিম কালেমা পাঠ করে ইসলামের সুমহান ছায়াতলে আশ্রয় নিয়েছে। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যাচারের নাটক সাজিয়ে বিচারের নামে তাকে সাজা দিয়ে দীর্ঘ ১৩ বছর কারাগারে আটকে রাখা হয়। পরবর্তীতে বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়। আল্লামা সাঈদীর সাথে জুলুম করার শাস্থি আমরা দুনিয়াতে দেখতে পেরেছি। শেষ বিচারের দিন আল্লাহর আদালতেও তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়তে হবে। আল্লামা সাঈদী এ দেশে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখতেন। তার স্বপ্নকে বাস্তবায়ন করতে শ্রমজীবী ভাইদেরকে এগিয়ে আসতে হবে।

তিনি বুধবার রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের উদ্যোগে আল্লামা সাঈদীর ১ম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মিয়া মোঃ রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আলী হায়দার।

অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফেডারেশনের মহানগর সহ সভাপতি আব্দুল্লাহ আল ফারুক, সহ সাধারণ সম্পাদক কফিল উদ্দীন আলমগীর, সহ সাধারণ সম্পাদক আক্কাস আলী, মহানগর প্রচার ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক এস এম মনোয়ার, অফিস সম্পাদক নজরুল ইসলাম মারুফ, অর্থ সম্পাদক আব্দুল জলিল, কোতয়ালী থানা পশ্চিম সহ সভাপতি মোঃ জাবেদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সাধারণ সম্পাদক সোহেল আহমদ হাওলাদার, সহ সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, বিমানবন্দর থানা সভাপতি মোঃ নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক সুমন আহমদ, শাহপরান থানা পশ্চিম সভাপতি আব্দুস সাত্তার মুন্না, সাধারণ সম্পাদক এবাদুর রহমান এবাদ, এডভোকেট জিল্লুল হক তাপাদার, ফেডারেশনের কোতোয়ালি থানা পশ্চিম সহ সভাপতি মোঃ জাবেদুর রহমান, মহানগর হাসপাতাল থানা পূর্ব এর সভাপতি আল মোমিন, সাধারণ সম্পাদক সদরুজ্জামান নিজু, পশ্চিমের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজন, জালালাবাদ থানা সভাপতি মাওলানা আাসাদ আহমদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহেল, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শ্রমিক নেতা ফরিদ আহমদ ও ইদ্রিস আলী প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain