শিরোনাম :
শাবিতে নতুন ভিসি, প্রো-ভিসি ও কোষাধ‍্যক্ষ সিলেট কয়লা আমদানীকারক গ্রুপ ও তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের মতবিনিময় সভা সুনামগঞ্জের শ্যামারচরে জামায়াতের সীরাতুন্নবী (সাঃ) মাহফিল মধুপূর্ণিমা তিথিতে চারুআড্ডা’র আহ্বানে আলোকিত বিশ্ব গড়তে আলো হাতে দশ মিনিট সানাবিল ফাউন্ডেশনের উদ্যোগে গোলাপগঞ্জে শহীদ পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান সিলেটের গোলাপগঞ্জে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কিডনি বিশেষজ্ঞ দলের সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন সিলেটে হিন্দু ধর্মাবলম্বী নারীর মুখে ‘মুহাম্মদের গান’ জাফলংয়ে লুৎফুর উদ্দিন মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান

বিমানবন্দর থানা কৃষকদলের কমিটি গঠন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর বিএনপির সাবেক ১ম যুগ্ম আহবায়ক ও জাতীয়তাবাদী কৃষকদল, সিলেট মহানগর কৃষকদলের আহবায়ক এবং সিলেট সিটি কর্পোরেশনে সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহিন বলেছেন, বিএনপি সবসময় কৃষক-শ্রমিকদের কল্যাণে রাজনীতি করেছে। বিগত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে অবিরাম সংগ্রাম করেছে বিএনপি। অবশেষে ছাত্র-জনতার ঐক্যের ফলে স্বৈরাচার হাসিনার কবল খেকে মুক্ত হয়েছে বাংলাদেশের মানুষ। এ স্বাধীনতার সুফল পেতে বাংলাদেশের কৃষকসহ সকল শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল দেশপ্রেমিক শক্তি একত্রিত হলেই কেবল আধিত্যবাদীদের কবল থেকে মুক্ত থাকবে বাংলাদেশ।
গত সোমবার (২৬ আগস্ট) বাদ মাগরিব জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগরের বিমানবন্দর থানা শাখার কমিটি গঠন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ কে এম শাহজাহানের সভাপতিত্বে ও শাহ আলম আলীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক মানিক মিয়া, জেলা যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদক সুলতান আহমদ চৌধুরী, মহানগর কৃষকদলের যুগ্ম আহবায়ক মো. আলী লাহীন, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, মহানগর কৃষকদল নেতা নুরুল ইসলাম, মো. রায়হান আহমদ ও শেখ লুৎফুর রহমান। সভায় আরো বক্তব্য রাখেন শফিক আহমদ চৌধুরী, আকির হোসেন, পলাশ আহমদ চৌধুরী প্রমুখ।
সভায় এ কে এম শাহজাহানকে আহবায়ক, শাহ আলম আলীকে সদস্য সচিব, শফিক আহমদ চৌধুরীকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং আব্দুল্লাহ মিয়া, আকির হোসেন, পলাশ আহমদ চৌধুরী ও বেলাল আহমদকে যুগ্ম আহবায়ক করে সিলেট মহানগর বিমানবন্দর থানা কৃষকদলের ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain