শিরোনাম :
নগরীর কালীঘাটসহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগকালে খন্দকার মুক্তাদির মাজার জিয়ারতের মধ্যদিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করলেন এমরান চৌধুরী সিলেট সিটি নির্বাচনে অংশ নেওয়া ৪৩ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি সিলেট-৪ আসনে মনোনয়ন নিয়ে বিএনপির অভ্যন্তরীণ টানা-পোড়েন তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা সিলেটে দেওয়ানী আদালতে মামলা নিষ্পত্তির হার ১০৫ শতাংশ দিনব্যাপী ধানের শীষের প্রচারণায় খন্দকার মুক্তাদির বিএনপি চায় বাংলাদেশকে একটি সুশৃঙ্খল ও উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে-তাহসিনা রুশদীর লুনা রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে চক্ষু সেবা কার্যক্রমের উদ্বোধনে-ডিসি সারওয়ার আলম ১১ দফা দাবির বাস্তবায়নের দাবিতে সিলেটে সিপিবির সমাবেশ

বন্যার্তদের মাঝে সিলেট মিলেনিয়াম ব্যাচের নগদ অর্থ সহায়তা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৬৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, সাম্প্রতিক বন্যা আমাদের কাঁদিয়েছে। কিছু জায়গায় দু’তলা পর্যন্ত পানি, একজন মুসলমান ইন্তেকালের পর দাফনের জন্য জায়গা নেই, প্রবাহমান স্রোতে মানুষের মৃত্যুর সংবাদ শুনে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। অন্যদিকে, বন্যার্তদের জন্য মানুষের ত্যাগ ও কষ্ট দেখে অভিভূত হই, অনুপ্রাণিত হই। ছোট্ট কিশোর উমরাহ’র জন্য জমানো টাকা দান করেছে, অসুস্থ ও পঙ্গু ভিক্ষুক পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, ৪ বছর পূর্বে ইন্তেকাল করা মায়ের আবেগ মিশ্রিত স্মৃতি জমানো টাকা মধ্য বয়সী সন্তান জমা দিচ্ছেন এমন দৃশ্য দেখে চোখে পানি আসাই স্বাভাবিক।

তিনি সোমবার মৌলভীবাজারের কুলাউড়া ও রাজনগর উপজেলার ৪টি স্পটে বন্যা কবলিত ২৫০ টি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন। সিলেট মিলেনিয়াম ব্যাচ (এসএসসি-২০০০ ও এইচএসসি-২০০২) কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মিলেনিয়াম ব্যাচের দায়িত্বশীল সদস্য যথাক্রমে- ডাক্তার জাকির হোসাইন, মির্জা হুমায়ুন কবীর জনি, আব্দুল্লাহ আল মাহমুদ, আলী আমজাদ চৌধুরী রাশেদ, চৌধুরী তৌহিদ হাসিব, তানজিলুর রহমান নবীন, সৈয়দ জামাল উদ্দিন তুহিন, মোহাম্মদ আল আমিন, মিলু চৌধুরী, আতাউল গনি ইমন, আব্দুল্লাহ আল মামুন, আফাজ জনি, জহির এশু, শিহন, কর্ণ, এরশাদ, মুজিবুর রহমান ও মোস্তাক আহমদ। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেছেন ও উপস্থিত ছিলেন আবুর রায়হান শাহীন, মাওলানা তরিকুল ইসলাম খান, শেখ রায়হান আহমদ, জুয়েল আহমদ সোহেল, আতিকুর রহমান তারেক, মাওলানা দিলদার উদ্দিন, আব্দুল আজিজ ও হাসান আল বান্না রাহী।

মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার তার বক্তব্যে বলেন, কঠিন এই মুহুর্তে ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সক্রিয় ভূমিকা রাখতে হবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, আমরা এমন প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি – যারা শুকনো মৌসুমে পানি আটকে রেখে কষ্ট দেয়, আবার বর্ষা মৌসুমে পানি ছেড়ে দিয়ে ভাসিয়ে দেয়। ভারতকে এমন কাজ করা থেকে বিরত থাকতে হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain