অনুসন্ধান ডেস্ক ::: ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্টকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে কানাডা। গত সোমবার (২ ডিসেম্বর) দেশটি ফৌজদারি নীতির অধীনে এই ঘোষণা দিয়েছে। মঙ্গলবার আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্ট যা হুথি গোষ্ঠী হিসেবেই পরিচিত। কানাডা সরকারের অভিযোগ, হুতিরা বেসামরিক ও লোহিত সাগরে বহু হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্য উত্তপ্ত করছে।
গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এক বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে গাজায় ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে লক্ষাধিক। সেইসঙ্গে লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।
এই যুদ্ধে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে লোহিত সাগরে ইসরায়েলে সঙ্গে সম্পৃক্ততা আছে এমন অনেক জাহাজের ওপর হামলা শুরু করে হুতি গোষ্ঠী। নতুন এই সিদ্ধান্তের ফলে কানাডায় হুতিদের কোনো সম্পদ থাকলে তা জব্দ করা হবে। এ ছাড়া কেউ এই গোষ্ঠীকে আর্থিক বা বুদ্ধিবৃত্তিক সাহায্য করলে দেশটির পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবে।