শিরোনাম :
সিলেটে এক নারীর আত্মহত্যা-লাশ উদ্ধার অবিলম্বে বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদান করুন: সংগ্রাম পরিষদ ঢাকায় অনুষ্ঠিতব্য সেমিনার ও সমাবেশ সফল করার লক্ষ্যে ওসমানীনগর উপজেলা যুবদলের প্রস্তুতি সভা সিলেটে বৃহস্পতিবার বজ্রবৃষ্টির আভাস তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরের কাউন্সিল সম্পন্ন সভাপতি হুসাইন ও সাধারণ সম্পাদক নোমান সিলেট ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানকে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেটের সংবর্ধনা বিএনপি নেতা আব্দুল মন্নান মুন্নাকে বিএনপির অঙ্গসংগঠনের সংবর্ধনা ঢাকায় অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ ঘিরে সিলেট ৭,৮,৯,৩৭,৩৮,৩৯ নং ওয়ার্ড যুবদলের যৌথ প্রস্তুতি সভা জাফলং ইসিএ এলাকায় যৌথ অভিযানে লিস্টার ও বোমা মেশিন ধ্বংস

‘বাংলাদেশকে দাসের জাতিতে পরিণত করেছিলেন শেখ হাসিনা’

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, সাংবাদিকদের লিখতে বাঁধা দিয়ে, শেখ হাসিনা বাক স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতা হরণ করে বাংলাদেশকে দাসের জাতিতে পরিণত করেছিলেন।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথঅ বলেন তিনি। নোয়াখালী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এই সম্মেলন আয়োজন করে।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার ঘুম, খুন, নির্যাতন ও সেনাবাহিনী অফিসারদের হত্যার মাধ্যমে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। চাকরি নামে ঘরে ঘরে লাশ উপহার দিয়েছেন। ১০ টাকা চালে পরিবর্তে অর্থনীতি ব্যবস্থা ভেঙে দিয়ে কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করেছিলেন।

তিনি আরও বলেন, শেখ মুজিবের আমলে যুদ্ধা অপরাধের মীমাংসিত নন ইস্যুকে ইস্যুতে পরিণত করেছিলেন হাসিনা। এরপর আলেম-ওলামাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় ৫৭ জন অফিসারকে হত্যা করে ফ্যাসিবাদের রাস্তা তৈরি করেছিল শেখ হাসিনা। যে নেতা কর্মী রেখে পালিয়ে যায় সে দেশ প্রেমিক রাজনীতিবিদ হতে পারে না।

মুহাম্মদ শাহজাহান বলেন, শেখ হাসিনা দেশে আসার সুযোগ রয়েছে, তবে এই দেশে আসার মাধ্যমে তাকে গুম, খুন, নির্যাতন ও মানুষ হত্যার বিচারের মাধ্যমে অপরাধী হয়ে আসামি কাঠগড়ায় দাঁড়িয়ে জনগণের সামনে আসতে হবে।

নোয়াখালী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জহিরুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো.রেজওয়ানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain