ঘোড়ায় চড়ে মক্কার পথে ৩ বন্ধু

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: পৃথিবীব্যাপী অনেককেই দেখা যায় যারা ধর্মের জন্য এমনভাবে নিবেদিত হন, যা কিনা উদাহরণ হয়ে থাকে। সৃষ্টিকর্তার সান্নিধ্যের জন্য তাদের এই ত্যাগ ইতিহাসে হয়ে থাকে অনন্য।

ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হজ পালনের জন্য প্রতিবছর মক্কায় যান লাখো ধর্মপ্রাণ মুসলমান। আধুনিকতার বদৌলত আর উন্নত যোগাযোগ ব্যবস্থার ফলে হজ পালনের জন্য বিমানকে বেঁছে নেন মুসুল্লিরা। তবে এর ব্যতিক্রমও দেখা যায় কিছু।

হজে যাওয়ার জন্য এবার ব্যতিক্রমি এক উদ্যোগ নিয়েছেন স্পেনের তিন বন্ধু। আবদুল্লাহ হার্নান্দেজ, আবদুল কাদের হারকাসি এবং তারিক রদ্রিগেজ নামের এই তিন বন্ধু হজ পালনের জন্য স্পেন থেকে ঘোড়ায় চড়ে সৌদি আরবের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। স্পেন থেকে মক্কা পর্যন্ত আনুমানিক ৮ হাজার কিলোমিটার পথ তারা ঘোড়ায় চড়ে পারি দেবেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা আনাদোলুতে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গেছে, স্পেনের ওই তিন বন্ধু ঘোড়ায় চড়ে সৌদি আরবের দিকে যাচ্ছেন। ইসলাম গ্রহণের পর তাদেরই একজনের একটি প্রতিজ্ঞার কারণে এভাবেই তারা তাদের পবিত্র এই যাত্রা শুরু করেন।

স্পেন থেকে শুরু করে ৮ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে গেলে তাদের অতিক্রম করতে হবে, ইতালি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা। এরপর মন্টিনিগ্রো, কসোভো, উত্তর মেসিডোনিয়া, বুলগেরিয়া, গ্রিস এবং তুরস্ক হয়ে সিরিয়ার মধ্য হয়ে সৌদি আরবে প্রবেশ করবেন তারা।

ঐতিহাসিক আরব সমাজে ঘোড়া ছিল একটি উপযুক্ত বাহন। যুদ্ধ থেকে শুরু করে উপঢৌকন কিংবা বাণিজ্যিক কাজে ঘোরার ব্যবহার দেখা যেত সব জায়গায়। তাছাড়া আরবের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে ঘোড়া ছিল একটি তেজি বাহন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain