আন্তর্জাতিক ডেস্ক :: কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেছেন, ভারত ও পাকিস্তান-শাসিত কাশ্মীরকে বিভক্তকারী নিয়ন্ত্রণ রেখার কাছে সংঘর্ষে ভারতের সশস্ত্র বাহিনী ৪০ থেকে ৫০ জন সদস্য নিহত হয়েছেন।
৫০ ভারতীয় সেনা হত্যায় পাকিস্তানের দাবির বিষয়ে কোনো মন্তব্য করেননি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। আজ দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কথা বলেননি।