শিরোনাম :
শোক বই স্বাক্ষরকালে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সিলেটে উড়ানো বেলুন গিয়ে পড়ল ভারতে, ব্যাপক আতঙ্ক জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য র‌্যালী সিলেটের তিন জেলায় জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান, আসবেন আগের রাতেই সিলেটে সিএনজি অটোরিক্সায় ছিনতাই, গ্রেপ্তার ৩ জাফলংয়ে পেলুটারের চাপায় যুবকের মর্মান্তিক মৃত্যু তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হোন: এম এ মালিক দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে শহীদ জিয়া ও বেগম জিয়ার দূরদর্শী অবদান অবিস্মরণীয়: খন্দকার মুক্তাদির নতুন প্রজন্মের কাছেও জবাবদিহি করতে হবে-গোয়াইনঘাটে আরিফুল হক চৌধুরী ভার্থখলা মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের কার্যক্রমের পুরস্কার বিতরণ

ভোটের মাঠে ফিরতে আর বাধা নেই জামায়াতের

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১ জুন, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

 

জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিলেন আপিল বিভাগ। এর ফলে ভোটের মাঠে ফিরতে আর বাধা রইল না দলটির। রোববার (১ জুন) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের সমন্বয়ে আপিল বিভাগের বেঞ্চ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে ইসিকে এই আদেশ দেন।

সেই সাথে দলটি দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাবে কিনা সেটি নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে বলেও জানান আপিল বিভাগ।

আদালতে জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী তৌহিদুল ইসলাম।

২০০৮ সালে জামায়াত সাময়িক নিবন্ধন পেলেও, ২০০৯ সালে শুরু হয় সেই নিবন্ধন চ্যালেঞ্জের আইনি লড়াই। বিভিন্ন ইসলামপন্থী দল ও ব্যক্তিরা হাইকোর্টে রিট করে দাবি করেন-জামায়াতের গঠনতন্ত্র সংবিধানবিরোধী। ২০১৩ সালে হাইকোর্ট রায় দেন জামায়াতের নিবন্ধন অবৈধ। একইসঙ্গে আপিলের অনুমতি দেওয়া হয়। তবে আপিল বিভাগের চেম্বার আদালত তখন জামায়াতের আবেদন খারিজ করে।

২০২৩ সালের ১৯ নভেম্বর জামায়াতের আপিল খারিজ হয়ে যায়। ২০২৪ সালের জানুয়ারিতে চতুর্থবারের মতো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। তবে একই বছর জুলাইয়ে ছাত্রদের কোটা আন্দোলন দানা বাঁধে। এক পর্যায়ে ছাত্র-জনতা সরকারের বিরুদ্ধে গণআন্দোলনে ফেটে পড়ে। এই বিক্ষোভের মধ্যেই ১ আগস্ট জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করে আওয়ামী সরকার।

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। নতুন সরকারের অধীনে ২৮ আগস্ট জামায়াত নিষিদ্ধের সেই আদেশ বাতিল হয়। এরপরই আবারও আপিল বিভাগে শুনানির আবেদন করে জামায়াত। অবশেষে রোববার সেই কাঙ্ক্ষিত ‘নিবন্ধন’ ফিরে পেল দলটি।

জামায়াতের এই প্রত্যাবর্তনকে ঘিরে এখন দেশের রাজনীতিতে নতুন উত্তেজনা। রাজনীতির ময়দান আবারও উত্তপ্ত হতে চলেছে, তা নিশ্চিত। শুরু হলো নতুন হিসাবনিকাশ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain