নিউজ ডেস্ক :: সিলেট জেলা বিএনপির বহুল আকাঙ্ক্ষিত কাউন্সিল আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হবে। কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
কাউন্সিলে প্রার্থীতা নিয়ে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে ৩টি নির্দেশনা প্রদান করা হয়েছে। সোমবার (১৪ মার্চ) সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়।
নির্দেশনাগুলো হলো- ১) কেন্দ্রীয় কিংবা স্থানীয় পর্যায়ের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের কোন নেতা জেলা কাউন্সিলের কোন পদে প্রতিদ্বন্ধিতা করতে পারবেন না। ২) মহানগর বিএনপির কোনো পর্যায়ের কোনো সদস্য জেলা কাউন্সিলের কোরো পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। ৩) কোন উপজেলা ও পৌর বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক জেলা কাউন্সিলে কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
এদিকে, সিলেট জেলা বিএনপির আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলন সফলের লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশনের সাথে জেলা বিএনপির এক মতবিনিময় সভা রোববার (১৩ মার্চ) বিকেলে নগরীর শিবগঞ্জস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ছাড়াও জেলা বিএনপি গঠিত নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বেশকিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ২১ মার্চ অনুষ্ঠিতব্য জেলা বিএনপির সম্মেলনের নির্বাচনী তফসিল পুনঃঘোষণা করা হয়। সভায় সোমবারের মধ্যে জেলা বিএনপির আহ্বায়কের কাছে জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি জাতীয় পরিচয়পত্র ছবিসহ জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়। এরপর ১৫ মার্চ (মঙ্গলবার) বিকেল ৩টায় জেলা বিএনপির সভা অনুষ্ঠিত হবে। ১৬ মার্চ বুধবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
১৭ মার্চ বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ এবং সেদিন বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হবে। বিকেল ৫টার পর মনোনয়নপত্র বাছাই হবে। ১৮ মার্চ শুক্রবার বেলা ২ ঘটিকার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়। সেদিন বিকেল ৫টার পর চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।সূত্র:সিলেটভিউ