হবিগঞ্জ ডেস্ক :: হবিগঞ্জের বানিয়াচংয়ের হাওরে ঝুলে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে পানিতে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা ১২টার দিকে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ৫ ঘণ্টা চেষ্টার পর মরদেহ দুটি উদ্ধার করে।
তবে তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার পিযুষ কুমার দাস জানান, সুজাতপুর হাওরে একটি বৈদ্যুতিক তারে ঝুলে ছিল। গতকাল সোমবার রাত ৮টার দিকে একটি বিয়ের নৌকা এদিক দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি তারে জড়িয়ে পানিতে ডুবে নিখোঁজ হন। পর ওই নৌকার লোকজন নিজেরা খোঁজাখুঁজি করেও ওই ব্যক্তিকে পাননি।
এদিকে মঙ্গলবার ভোরে আরেকটি নৌকা একই স্থান অতিক্রম করার সময় আরও একজন বিদ্যুতায়িত হয়ে পানিতে পড়ে যান। এ ঘটনার পর সকালে হবিগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে একদল ডুবুরি ঘটনাস্থলে পৌঁছে অন্তত ৮ ঘণ্টা চেষ্টার পর দুজনের মরদেহ উদ্ধার করে।