অনুসন্ধান নিউজ :: সিলেট সদর উপজেলার চা-বাগানের চা শ্রমিকদের আন্দোলনের ধারাবাহিক অব্যাহত রয়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার (২৪ আগস্ট) সকাল থেকে সিলেট বিভাগের চা বাগানের সকল শ্রমিক কর্মবিরতি পালন করেন। ১২ দিন ধরে দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে টানা কর্মবিরতি পালন করছেন চা শ্রমিকরা।
আন্দোলনের পাশে এসে দাড়িয়ে বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী যুবলীগ নেতা তোফায়েল আহমেদ তালুকদার। আজ বুধবার চা শ্রমিকদের পাশে রান্না করা খাবার বিতরণ করেন তিনি।
এসময় তোফায়েল আহমেদ তালুকদার বলেন আমি বিভিন্ন ফেইসবুক দেখেছি তারা ৩শত টাকার দাবীতে আন্দোলন করছে পাশে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের। চা শ্রমিকদের সন্তানরা আন্দোলনে যুক্ত হয়ে শ্লোগান দিচ্ছেন। ‘৩০০ টাকা দাও নাইলে বিষ দাও’। ‘বাচার মত বাচতে চাই ৩০০ টাকা মজুরি চাই’।
এই বিষয়টি দেখে আমার কষ্ট লাগছে তাই আমি কিছু রান্না করা খাবার নিয়ে আসা। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সফল প্রধানমন্ত্রী তিনি চা শ্রমিকের জন্য একটি উদ্যোগ নিয়ে তিনি একটা সমাধান করবেন এটা আমার বিশ্বাস। চা- মালিক কর্তৃপক্ষে প্রতি আহবান অতি দ্রুত সমস্যা সমাধান করা হউক। তিনি আরও বলেন আমি দেখে চা শ্রমিকরা বলছেন চাউল বেজে চা দেখে আসছে তাদের ঘরে বাজার নাই, সন্তান ও পরিবার নিয়ে বিপদে আছে, আসুন আমার সবাই চা-শ্রমিকের পাশে এসে দাঁড়াই পাশাপাশি প্রশাসের হস্তক্ষেপ কামনা করছি।