শিরোনাম :
আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে গেলেন ড. ইউনূস সীমান্তে পিঠ দেখাবেন না: বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বিতর্ক সৃষ্টি হয় এমন জায়গায় হাত দেবে না সরকার: ধর্ম উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী আশরাফ ও লায়েকে সিলেটে স্বেচ্ছাসেবক দলের সংবর্ধনা মোহনা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মাছুম আহমদ এর স্মরণ সভা ও দোয়া মাহফিল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অভিযান, অস্ত্রউদ্ধার বিমান বন্দরে স্বেচ্ছাসেবক দলের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক শাহীন সংবর্ধীত আজ একমাস! বিপ্লবের ভাষা কি আমরা বুঝতে পেরেছি? পতিত স্বৈরশাসক বাংলাদেশ থেকে কিন্তু খুব বেশি দুরে নয়! শিখা অনির্বাণে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা ১৬ সেপ্টেম্বর পবিত্র মিলাদুন্নবী (সা.)

লটারিতে ২৯ কোটি টাকা জিতলেন অটোচালক

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতে লটারি কেনার একদিনের মধ্যেই ২৫ কোটি রুপি জিতে নিয়েছেন এক অটোরিকশাচালক। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৯ কোটি ৪৮ লাখ এক হাজার ৮৫৬ টাকা। ‘ওনাম বাম্পার লটারি’ জেতা এই অটোরিকশাচালক নাম অনুপ বি। তার বাড়ি কেরালার শ্রীবরাহমে। স্থানীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ড্র’র আগের দিন শনিবার তিনি লটারিটি কিনেছিলেন।

অথচ লটারি জেতার আগের প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন। রাঁধুনি হিসেবে কাজ করার জন্য মালয়েশিয়ায় যাওয়ার পরিকল্পনা করছিলেন অনুপ। এ জন্য ব্যাংকে তিন লাখ রুপি ঋণ চেয়ে আবেদনও করেছিলেন। যদিও তার আবেদন অনুমোদিত হওয়ার একদিন পরই তিনি লটারি জিতে নিলেন। অনুপ বলেন, ‘ঋণের বিষয়ে রোববার ব্যাংক থেকে ফোন এসেছিল। আমি বলে দিয়েছি, আমার আর ঋণের দরকার নেই। আমি মালয়েশিয়াও যাব না।’

গত ২২ বছর ধরে লটারির টিকিট কিনছেন অনুপ। আগে তিনি লটারিতে সর্বোচ্চ পাঁচ হাজার রুপি পর্যন্ত জিতেছেন। আর এবার জিতলেন ২৫ কোটি রুপি।

তিনি জানান, লটারি জেতার আশা ছিল না তার। তাই টেলিভিশনে লটারি ড্রয়ের ফল দেখেননি। কিন্তু তার মোবাইল ফোনে আসা একটি খুদেবার্তা জানায়, তিনি লটারি জিতে গেছেন। অনুপ বলেন, ‘আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি। পরে আমার স্ত্রী মায়াকে দেখালাম। তিনি নিশ্চিত করেন যে আমার কেনা লটারির নম্বরটিই (TJ750605) বিজয়ী।’

অনুপ বলেন, লটারি জেতার পরেও তিনি চিন্তার মধ্যে ছিলেন। তাই লটারি টিকিট বিক্রি করেন, এমন এক ব্যক্তিকে ফোন করেন। তাকে লটারির টিকিটের ছবি পাঠান। তখন ওই ব্যক্তি নিশ্চিত করেন যে এটাই বিজয়ী নম্বর। যদিও কর কেটে নেওয়ার পর প্রায় ১৫ কোটি রুপি হাতে পাবেন অনুপ।

লটারি জেতার অর্থ দিয়ে কী করবেন জানতে চাইলে অনুপ বলেন, ‘আমার প্রথম অগ্রাধিকার হলো পরিবারের জন্য একটি বাড়ি তৈরি করা। এরপর ঋণ পরিশোধ করা। এ ছাড়া আত্মীয়দের সাহায্য করতে চাই। কিছু দাতব্য কাজও করবো। আপাতত কেরালায় হোটেল ব্যবসা শুরু করার কথা ভাবছি।’ পাশাপাশি, ভবিষ্যতে আবারও লটারির টিকিট কিনবেন বলে জানিয়েছেন তিনি।

কাকতালীয়ভাবে গত বছরও ওনাম বাম্পার লটারি জিতে নিয়েছিলেন এক অটোরিকশাচালক। ১২ কোটি রুপি জিতে নেওয়া সেই ব্যক্তির নাম ছিল পি আর জয়াপালান। স্থানীয় সংবাদমাধ্যমের ভাষ্যমতে, এই লটারির মাধ্যমে কেরালা সরকারের আয় হয়েছে প্রায় ৩০০ কোটি রুপি। ৫০০ রুপি মূল্যের টিকিট বিক্রি করা হয়েছিল। দ্বিতীয় পুরস্কার বাবদ দেওয়া হয়েছে পাঁচ কোটি রুপি। তৃতীয় পুরস্কার প্রাপকের ঝুলিতে গিয়েছে এক কোটি রুপি। কেরালার অর্থমন্ত্রী কে এন বালাগোপাল বাম্পার লটারির অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain