শিরোনাম :
শাবি ভিসি’র বাংলোর সিসিটিভি’র হার্ডডিস্ক ‘গায়েব’ হিউম্যান রাইটস’র চেয়ারম্যান দেলোয়ার খানের বিদায়ী সংবর্ধনা কবি ও লেখক বাবুল দেবের রচিত নাড়ির টান ও প্রতিদিন প্রতিক্ষণ বই দুটির প্রকাশনা উৎসব ফেঞ্চুগঞ্জে সংবর্ধনায় খান জামাল-গনহত্যায় জড়িতদের জাতী ক্ষমা করবেনা নজির মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষককে বিদায় সংবর্ধনা মৌলভীবাজারের হত্যা মামলার আসামী সিলেটে গ্রেফতার গোয়াইনঘাটে আরইআরএমপি প্রকল্পের চেক প্রদান  সিলেটে ৬ লাখ টাকা আত্মসাত-পুলিশের চেষ্টায় টাকা ফেরত পেয়েছেন ওই নারী সিলেট মহানগর ২২ নম্বর ওয়ার্ডের সিরাতুন্নবী (সা.) মাহফিল সম্পন্ন সিলেটের সকল স্কুল কলেজের সামনে জেব্র ক্রসিং স্থাপনের দাবি-নিসচা সমাবেশে

সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেন করতে দুটি চুক্তি সই

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১৩২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট-ঢাকা জাতীয় মহাসড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্পের ওয়ার্ক প্যাকেজ ডব্লিউপি-৬ ও সার্ভিস প্যাকেজ এসপি-১ চুক্তি সই হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে এই চুক্তি স্বাক্ষর হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী ও প্রকল্প পরিচালক এ কে এম ফজলুল করিম।

জানা গেছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ‘সাসেক ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি হাতে নিয়েছে। এ প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা সড়ক ও জনপথ অধিদফতর।

প্রকল্পে যৌথভাবে অর্থায়ন করছে বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রকল্প ব্যয় ১৬ হাজার ৯১৮ দশমিক ৫৮৮১ কোটি টাকা। এডিবি প্রকল্প সাহায্য দিচ্ছে ১৩ হাজার ২৪৪ দশমিক ৬৮৯৫ কোটি টাকা। সরকার দিচ্ছে ৩ হাজার ৬৭৩ দশমিক ৮৯৮৬ কোটি টাকা।

প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলায় এ প্রকল্প চলবে।

প্রকল্পটির আওতাধীন সড়কের মোট দৈর্ঘ্য ২০৯ দশমিক ৩২৮ কিলোমিটার। এ প্রকল্পের আওতায় ৬৬টি সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ০২ কিলোমিটার ও আটটি রেলওয়ে ওভারপাসের দৈর্ঘ্য ৫ দশমিক ৩৯৫ কিলোমিটার। ভূমি অধিগ্রহণ করা হচ্ছে ১ হাজার ৩৩ দশমিক ৫৭ একর।

ঢাকা-সিলেট মহাসড়কটি এশিয়ান হাইওয়ে, বিমসটেক করিডর ও সার্ক হাইওয়ে করিডরের একটি গুরুত্বপূর্ণ অংশ। এদিক বিবেচনায় নিয়ে ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ছয় লেনে উন্নীতকরণের লক্ষ্যে ‘সাসেক ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন’ প্রকল্পটি একনেক সভায় অনুমোদিত হয়।সূত্র::সিলেটভিউ

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain