শিরোনাম :
বর্জ্য ব্যবস্থাপনায় চরম অব্যবস্থা সিলেট সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ড সিলেট নগরীর মদীনা মার্কেটে মহানগর জামায়াতের বিক্ষোভ সিলেটে দেড় কোটি টাকার চোরাইপণ্য আটক করেছে বিজিবি সিলেটের বিশুদ্ধ পানির সংকট ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে বিএনপি: খন্দকার মুক্তাদির নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে : প্রধান উপদেষ্টা সেই ইমাকে গ্রেফতার করেছে র‌্যাব সিলেটে ৯০০ কেজি অবৈধ ভারতীয় পিঁয়াজসহ আটক ৪ ছাতক-দোয়ারায় বিএনপি শক্তিশালী ও ঐক্যবদ্ধ-কলিম উদ্দিন আহমেদ মিলন সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপ আর নেই সিলেট জেলা কর আইনজীবী সমিতির অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

কাজলশাহ এলাকায় গ্রেটার সিলেট ফ্রেন্ডস ক্লাব ইউকের শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১৮০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: মহান বিজয় দিবস উপলক্ষ্যে গ্রেটার সিলেট ফ্রেন্ডস ক্লাব ইউকে এর উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর কাজলশাহ এলাকার একটি মাঠে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার সব সময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আমরাও শীতার্ত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। সবাইকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রব আজহারীর সভাপতিত্বে ও ১১নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি লিটন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সদস্য জামাল চৌধুরী, গ্রেটার সিলেট ফ্রেন্ডস ক্লাব ইউকের সহ সভাপতি কাজী খালেদ আহমদ, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুয়েব বাছিত, ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সালাই বক্স সালাই, ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শামীম আহমদ, সহ সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক আবির হোসেন রানা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছালেহ আহমদ, জাফর আহমদ, আবুল মিয়া, ইসতিয়াজ আহমদ জনি, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন জামাল, সাব্বির আহমদ সানি প্রমুখ। উল্লেখ্য, গ্রেটার সিলেট ফ্রেন্ডস ক্লাব ইউকের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে নগরীর বিভিন্ন এলাকায় নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি চলমান রয়েছে। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain