শিরোনাম :
ভোটাধিকার প্রতিষ্ঠায় মজলুম জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে : এমরান চৌধুরী সিটি ফাউন্ডেশনের সৌজন্যে সাবেক শিক্ষার্থীদের মধ্যকার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন মিটার পাঠক ও বিতরণকারী ঐক্য পরিষদের সংবর্ধনা সিলেটে পাথর কোয়ারী বন্ধে কর্মহীন লাখো শ্রমিক-সারাদিন ঘুরওে মিলছে না বিকল্প কর্মক্ষেত্র সিলেট-সুনামগঞ্জ সড়কে ঝরল বৃদ্ধার প্রাণ স্কলার্সহোম প্রিপারেটরি স্কুলের অভিভাবক মতবিনিময় সভা চিটাগাং কর্ণফুলী এলিট লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন সিলেটে ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি সন্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন সিলেট মহানগর দক্ষিণ সুরমা থানা জামায়াতের কর্মী সমাবেশ বিজিবি’র অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

সাইক্লোনের কবিতা পাঠের আসর ও সাহিত্য আড্ডা

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ১৪২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ‘সাহিত্যে মানুষের জীবনের আনন্দ-বেদনা যেমন ফুটে উঠে, তেমনি সাহিত্য মানুষকে উজ্জীবিত করে উদ্দীপ্ত করে।

এজন্যেই সাহিত্যের সাধকেরা শ্রদ্ধার পাত্র। তবে লেখালেখির মাধ্যমে সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হলে, মানুষের মনে ছাপ ফেলতে হলে অবশ্যই ব্যাপক অধ্যয়ন-চর্চার মাধ্যমে লেখকরা নিজেদেরকে দক্ষ করে তুলতে হবে। ’

সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে কবি রাহনামা শাব্বীর চৌধুরীকে নিয়ে আয়োজিত কবিতা পাঠের আসর ও সাহিত্য আড্ডায় বক্তারা এ কথা বলেন। গত সোমবার (১০.০১.২০২২) সন্ধ্যায় নগরীর শাহজালাল উপশহরে অনুষ্ঠিত সাইক্লোনের ১৯৬তম সাহিত্য আসরে সভাপতিত্ব করেন লেখক-সাংবাদিক সেলিম আউয়াল।

তরুণ সাহিত্যকর্মী কবি আহমাদ সালেহ-এর সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন দৈনিক সিলেট সংলাপ-এর সম্পাদক মোহাম্মদ ফয়জুর রহমান, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহসভাপতি দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, কবি সালেহ আহমদ খসরু, যুক্তরাজ্য প্রবাসী কবি তাবেদার রসুল বকুল, কাউন্সিলর নাজনীন আকতার কণা, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার জাবেদ আহমদ, রোটারিয়ান বিমলেন্দু পাল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আবদুল বাতিন ফয়সল, কবি নাজমুল আনসারী, শিক্ষাবিদ বুস্তান চৌধুরী, শিল্পী দেওয়ান নূর চৌধুরী, কবি ধ্রুব গৌতম, এডভোকেট ছড়াকার আব্দুস সাদেক লিপন, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, লতিফা-শফি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক শেখ আবদুর রশিদ, বেতার-টিভির কন্ঠশিল্পী সৈয়দ মাহবুব এলাহী, সিলেট লেখিকা সংঘের সহসভাপতি মাসুদা সিদ্দিকী রুহি, সাধারণ সম্পাদক হোসনে আরা কলি, শাবিপ্রবি’র প্রশাসনিক কর্মকর্তা তাহমিনা খাতুন শিউলি, কবি সুফিয়া জমির ডেইজি, কবি শামীমা আক্তার ঝিনু, শিক্ষিকা সামিয়া ওয়াহিদ, কবি সেনোয়ারা আক্তার চিনু, শিপারা শিপা, প্রভাষক কবি ইশরাক জাহান জেলি, কবি জুই ইসলাম, কবি নাঈমা চৌধুরী, আফিয়া সুলতানা, রওশন আরা বাঁশি, ফাহমিদা চৌধুরী, গাজী আবদুল কুদ্দুস, ইফতেখার শামীম, জান্নাত আরা খান পান্না, শহিদুল ইসলাম, শেলিনা রাজা, নার্গিস সুলতানা রুমি, রাহাত আরা চৌধুরী, ফাহিমা কবির, আশরাফুল ইসলাম, জয়নাল আবেদীন, রোকসানা বেগম, তাপাদার জান্নাতুল জাহরা, প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন লাহিন নাহিয়ান।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain