আন্তর্জাতিক ডেস্ক :: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে শুরু হওয়া রাশিয়ার সবচেয়ে বড় আগ্রাসনের তৃতীয় দিনে ৩ হাজার ৫০০ রুশ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। শনিবার সকালে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর, ইউক্রেনে কঠিন প্রতিরোধের মুখে পড়ে রাশিয়া। দিনের শুরুতে রুশ ট্যাংক ধ্বংসের খবর দেয় ইউক্রেনের সেনাবাহিনী। তাদের দাবি, রাশিয়ার বেশ ক্ষয়-ক্ষতি হয়েছে।
এক ফেসবুক পোস্টের বরাতে বিবিসি জানায়, হামলায় জড়িত ৩৫০০ এর বেশি রুশ সৈন্য নিহত হয়েছে। প্রায় ২০০ সৈন্যকে আটক করা হয়েছে।
আরও জানানো হয়, ১৪টি বিমান, ৮টি হেলিকপ্টার ও ১০২টি ট্যাংক হারিয়েছে রাশিয়া। তবে রাশিয়া এখনো কোনো হতাহতের কথা স্বীকার করেনি।
এদিকে স্থানীয় সময় শনিবার একটি বিবৃতি দিয়েছে কিয়েভ সরকার। ওই বিবৃতিতে বলা হয়, ‘এ মুহূর্তে আমাদের শহরের বিভিন্ন রাস্তায় লড়াই চলছে।’ স্থানীয় বাসিন্দাদেরও এ নিয়ে সতর্ক করা হয়েছে। তাদের নিরাপদ আশ্রয়ে থাকতে এবং জানালা ও ব্যালকনির কাছে না আসতে অনুরোধ জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু হয়। এক দিন পরই রাজধানী কিয়েভের উত্তরাঞ্চলে ঢোকেন রুশ সেনারা। এ মুহূর্তে তারা এ রাজধানী শহরের দিকে অগ্রসর হচ্ছেন। রাশিয়ার সেনাদের ঠেকাতে সেখানে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। সাধারণ বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয়েছে ১৮ হাজার মেশিনগান।