শিরোনাম :
মানুষের অধিকার আদায়ের লড়াইকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে: ইমদাদ চৌধুরী মদিনা মার্কেট কোরআন শরীফ, তাসবি, জায়নামাজ ও খাদ্য সামগ্রী বিতরণে কয়েস লোদী সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা জনগণের জন্য যারা রাজনীতি করে তারা কখনো পালিয়ে যায় না-কয়েস লোদী যু্বনেতা নেপু’র এর মায়ের মৃত্যুতে “কয়ছর এম আহমদ এর শোক “ যু্বনেতা নেপু’র এর মায়ের মৃত্যুতে “জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম ,সিলেট “এর শোক প্রকাশ ইফতার মাহফিলে এসএমপি কমিশনার রেজাউল করিম জিয়া মঞ্চ সিলেট শহীদ মিনারে গণ ইফতারে কয়েস লোদী সিলেটে কোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি প্রবীণ মুরুব্বী নুরু মিয়ার মৃত্যুতে ৯নং ওয়ার্ড বিএনপি’র শোক প্রকাশ

পচে যাওয়া ২০০ টন পেঁয়াজ ফেলে দিলো টিসিবি

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: দুর্মূল্যের বাজারে পচে যাওয়ায় চট্টগ্রামে ২০০ টন পেঁয়াজ ফেলে দিয়েছে টিসিবি। এই বিপুল পরিমাণ পেঁয়াজ তুরস্ক থেকে আমদানি করা হয়েছিল। কিন্তু বন্দর থেকে খালাস হতে দেরি হওয়ায় পেঁয়াজ পচে গেছে। এসব পেঁয়াজ খাবার উপযোগী নয়। যার সবগুলোই নষ্ট।
নগরীর ইপিজেড এলাকায় সংস্থাটির কার্যালয়ের পাশেই পড়ে আছে নষ্ট পেঁয়াজগুলো। যা বাছাই করে কুড়িয়ে নিচ্ছেন অনেকে। যতটুকু খাওয়ার উপযোগী পাওয়া যায় সে আশায়।
গত কয়েকদিন ধরে পচা পেঁয়াজের দুর্গন্ধে অতিষ্ঠ আশেপাশের বাসিন্দারা। অসুস্থ হয়ে পড়ছে ছোট শিশুরা। তাই পচে যাওয়া পেঁয়াজ অন্যত্র সরিয়ে নেয়ার দাবি স্থানীয়দের।
টিসিবি জানিয়েছে, এক মাস আগে তুরষ্ক থেকে আমদানি করা হয় এসব পেঁয়াজ। সময় মতো শিপিং ডকুমেন্ট না পাওয়ায় তা খালাস করতে দেরি হয়ে যায়। যার কারণে ১১ লট পেঁয়াজের ২০০ টনই নষ্ট হয়ে গেছে। যার সম্পূর্ণ দায় তুরষ্কের সরবরাহকারী প্রতিষ্ঠানের বলে জানিয়েছেন টিসিবির আঞ্চলিক প্রধান।
এ বিষয়ে টিসিবির আঞ্চলিক প্রধান জামাল উদ্দিন ভূঞা বলেন, চট্টগ্রাম বন্দরে ১ থেকে ২ তারিখে এসেছে পেঁয়াজগুলো। সিপিং ডকুমেন্ট ঠিক সময়ে না পাওয়ার কারণে পেঁয়াজগুলো পচে গেছে। প্রায় এক মাস আগে বন্দরে এসেছে পেঁয়াজগুলো। যেহেতু এটা খালাস করতে হবে সেহেতু আমরা এটা দেখার জন্য খালাস করে নিয়ে এসেছি।
বিপুল পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ায় মজুতে টান পড়েছে টিসিবির। যার প্রভাব পড়েছে খোলাবাজারে বিক্রিতেও।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain