শিরোনাম :
সিলেট জেলা কর আইনজীবী সমিতির অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন উন্মুক্ত নাগরিক সংলাপে খন্দকার মুক্তাদির কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলায় ডিসি সারোয়ার আলমের অভিযান জনগণের পার্লামেন্ট না হলে অধিকার ফিরে আসবে না : মির্জা ফখরুল দেশ ও জাতির কল্যাণে সংসদে কথা বলতে চাই-আব্দুল মালিক চৌধুরী সিলেটে ২০ কেজি গাঁজাসহ তরুণী আটক গোয়াইনঘাটে অপরাধ নিয়ন্ত্রণ ও মাদক অভিযানে সম্মান পেলেন -ওসি তরিকুল ইসলামের সিলেট মহানগর ১০নং ওয়ার্ড কৃষকদলের সম্মেলন সম্পন্ন সিলেট মহানগর ৩৭নং ওয়ার্ড জামায়াতের নির্বাচনী সভা নগরীর কালীঘাটসহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগকালে খন্দকার মুক্তাদির

সাম্প্রদায়িক অপশক্তিকে এখনই দমন করতে হবে-সম্প্রীতি সমাবেশে বক্তারা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সম্প্রীতির সমাবেশে বক্তারা বলেছেন, আমাদের দেশে যে অপশক্তি সাম্প্রদায়িকতা ছড়াতে চায়, মাঝে মধ্যে ফণা তুলে দাঁড়াতে চায়, ছোবল মারতে চায় সেই অপশক্তিকে সবাই মিলে দমন করতে হবে। তাহলেই যে চেতনার ভিত্তিতে রাষ্ট্র রচিত হয়েছে সেই রাষ্ট্র ব্যবস্থার ভীত আমরা আরও মজবুত করতে পারব।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলার ডাকে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে বক্তারা এ কথা বলেন।

জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যাপক জান্নাত আরা খান পান্নার সভাপতিত্বে ও সদস্য সচিব সন্দিপন শুভ এর সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, আমাদের দেশ রচিত হয়েছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার মিলিত সংগ্রাম এবং মিলিত রক্তের স্রোতের বিনিময়ে। সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা থেকে বেরিয়ে এসে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র রচনার জন্যই আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একযোগে লড়াই করেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য সেই চেতনায় বারবার আঘাত হানা হচ্ছে। একটি চক্র রাষ্ট্রকে বারবার সাম্প্রদায়িক বানানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বক্তারা বলেন, যারা এই রাষ্ট্রকে সাম্প্রদায়িক রাষ্ট্রে রূপান্তরিত করতে চেয়েছে তারা এখনও সাম্প্রদায়িক হানাহানি ছড়ায়, সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ায় এবং তাদের বিরুদ্ধে সকলের কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য, সাবেক সাংস্কৃতিক সম্পাদক প্রিন্স সদরুজ্জামান চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ত এনামুল মুনির, বিভাগীয় সমন্বয়ক দেবব্রত রায় দিপন, নাট্যকার বাবুল আহমদ, বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলা সহ-সভাপতি শিক্ষক রিনা কর্মকার, যাত্রী অধিকার পরিষদ সিলেটের সভাপতি প্রভাষক সুব্রত রায়, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সালমা বেগম, ডা. শামসুন নূর মানব সম্মিলিত সামাজিক আন্দোলনের সদস্য আল মামুন বাবলু, ফজলুল হক, উদয়ন দাস পুরকায়স্থ, অজয় বৈদ্য অন্তর, মিন্টু দেব নাথ, শ্রমিক লীগ সিলেট মহানগর শাখার সদস্য কাওসার আহমেদ, দক্ষিণ সুরমা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শামসুল ইসলাম, গণসঙ্গীত শিল্পী ভবতোষ চৌধূরীর সহধর্মিণী লাকী চৌধুরী,আইনজীবী সুমিত সেন, রতন চক্রবর্তী,মাসুম খান, শাহিনূর রহমান, জহির আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain