শিরোনাম :
জামায়াতে ইসলামী সিলেট মদিনা মার্কেটে ঐতিহাসিক সিরাত মাহফিল ও সুধী সমাবেশ অনুষ্ঠিত সিলেটে আলোচিত সুলতান ডাইনকে জরিমানা দূর্গাপুজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে বিজিবির মতবিনিময় র‍্যাবের অভিযানে ৩ নারী ১ পুরুষ আটক সিলেটে প্রাইভেটকারে মিললো ১২ লাখ টাকার ভারতীয় ক্রিম বিয়ানীবাজার দুবাগ ইউনিয়ন বিএনপির জনসভা নতুন প্রজন্মকে মানবিক মুল্যবোধে উজ্জ্বীবিত করতে হবে-প্রাক্তন মেয়র আরিফুল হক চৌধুরী শেরপুরে পাহাড়ি ঢলে আঞ্চলিক সড়কে ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন বিএনপির সাথে সংলাপের মধ্য দিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সংলাপ ডিবি কার্যালয়ে থাকবে না কোনো আয়না ঘর-ভাতের হোটেল : মল্লিক

মোগলাবাজারে ‌‘তামীম এজাজ হেল্পিং ফাউন্ডেশন’র টিউবওয়েল, টিন বিতরণ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: দক্ষিণ সুরমার মোগলাবাজারে তামীম এজাজ হেল্পিং ফাউন্ডেশন মিশিগান আমেরিকার উদ্যোগে গরিব অসহায় লোকদের মধ্যে টিউবওয়েল, ডেউটিন ও অর্থসহ প্রায় ১৯ লক্ষ টাকার মালামাল বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে রেবতী রমন সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের পাশে অনুষ্ঠিত হয়।

 

তামীম এজাজ হেল্পিং ফাউন্ডেশন মিশিগান আমেরিকার চেয়ারম্যান নজরুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন- দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা।

 

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- মোগলাবাজার থানার অফিসার ইনর্চাজ শামসুদ্দোহা পিপিএম।

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনর্চাজ কামরুল হাসান তালুকদার।

 

স্বাগত বক্তব্য রাখেন- তামীম এজাজ হেল্পিং ফাউন্ডেশনের ফাউন্ডার তৌফিকুল ইসলাম তামিম। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোঃ ইয়াকুব আলী।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সহ সাধারণ সম্পাদক আব্দুল খালিক, সমাজসেবী মল্লিক আহমদ, মতিউর রহমান, হাফিজ মাওলানা নজির আহমদ বাবুল, মাওলানা আব্দুল কাইয়ুম কয়ছর, সমাজকর্মী সুয়েজ আহমদ প্রমুখ।

 

অনুষ্ঠানে মোগলাবাজার, দাউদপুর, সিলাম, জালালপুর ও বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নসহ বিভিন্ন গ্রামের দরিদ্র বঞ্চিত অসহায় মানুষের মধ্যে ৩০টি টিউবওয়েল, ৬২ বান্ডিল ডেউটিন এছাড়াও মসজিদ ও মাদরাসায়, এতিমখানায় নগদ ৬ লক্ষ টাকা সহ প্রায় ১৯ লক্ষ টাকার মালামাল বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা বলেছেন, সরকারের পাশাপাশি তামীম এজাজ হেল্পিং ফাউন্ডেশন দেশের দরিদ্র অসহায় মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে তা প্রশংসনীয়। বিভিন্ন সময় প্রবাসী, সমাজসেবী ও বিত্তবানরা সহযোগিতায় এগিয়ে আসায় বঞ্চিত মানুষ উপকৃত হচ্ছেন।

 

তিনি তামীম এজাজ হেল্পিং ফাউন্ডেশনের মত অন্যান্য সংগঠন ও ফাউন্ডেশনকে দেশ, জাতী ও মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain