শিরোনাম :
জামায়াতে ইসলামী সিলেট মদিনা মার্কেটে ঐতিহাসিক সিরাত মাহফিল ও সুধী সমাবেশ অনুষ্ঠিত সিলেটে আলোচিত সুলতান ডাইনকে জরিমানা দূর্গাপুজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে বিজিবির মতবিনিময় র‍্যাবের অভিযানে ৩ নারী ১ পুরুষ আটক সিলেটে প্রাইভেটকারে মিললো ১২ লাখ টাকার ভারতীয় ক্রিম বিয়ানীবাজার দুবাগ ইউনিয়ন বিএনপির জনসভা নতুন প্রজন্মকে মানবিক মুল্যবোধে উজ্জ্বীবিত করতে হবে-প্রাক্তন মেয়র আরিফুল হক চৌধুরী শেরপুরে পাহাড়ি ঢলে আঞ্চলিক সড়কে ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন বিএনপির সাথে সংলাপের মধ্য দিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সংলাপ ডিবি কার্যালয়ে থাকবে না কোনো আয়না ঘর-ভাতের হোটেল : মল্লিক

ঘূর্ণিঝড় সিত্রাং: সিলেটে বিদ্যুৎ বিভাগের কন্ট্রোল রুম চালু

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় সিলেটে কন্ট্রোল রুম খুলেছে বিদ্যুৎ বিভাগ। অপর এক অফিস আদেশে সব বৈদ্যুতিক স্থাপনা সুরক্ষায় দ্রুত উদ্যোগ নিতে বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বাের্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ ই আরেফিন।

তিনি জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। হতে পারে বজ্রবৃষ্টিও। তাই সিত্রাংয়ের কারণে বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালন লাইনের ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং তদারকির জন্য নির্মিত বিদ্যুৎ বিভাগের অধীন সব বিতরণ সংস্থা-কোম্পানি ও সঞ্চালন কোম্পানিকে পৃথক পৃথক কন্ট্রোল রুম স্থাপনের নির্দেশ করা হয়েছে। সেই নির্দেশে সিলেট বিদ্যুৎ বিভাগ জেলার জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের মোবাইল ফোন নাম্বার হচ্ছে- ০১৩১৩০৯৬২৯৬। যে কোনো প্রয়োজনে বিদ্যুৎ গ্রাহকদের ওই ফোন নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছন শামছ ই আরেফিন।

তিনি আরও জানান, দুর্যোগ মুহুর্তে সিলেটের বিদ্যুৎ গ্রাহকদের জন্য কিছু জরুরি নির্দেশনা দেওয়া যাচ্ছে।

সেগুলো হচ্ছে- বৈদ্যুতিক লাইনের উপর গাছ পড়ে থাকলে নিজেরা না কাটা, জমা জলে লাইন পড়ে থাকলে কোনওভাবেই স্পর্শ না করা, চাষের জমিতে বিদ্যুতের তার পড়ে থাকলে কোনোভাবেই হাত দেওয়া যাবে না, বৈদ্যুতিক খুঁটির কাছাকাছি যাওয়া যাবে না, পাম্প বা বৈদ্যুতিক যন্ত্রপাতি ইত্যাদি জলে ডুবে গেলে সেগুলো না চালানো এবং ঝড়ের সময় বাড়ির সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম বিদ্যুতের লাইন থেকে বিচ্ছিন্ন রাখা।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার দুপুর থেকেই সিলেটে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। রাত ১০টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহানগরীসহ সিলেটের বেশিরভাগ এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে বলে জানা গেছে। এতে নানা ভোগান্তি পোহাচ্ছেন সিলেটবাসী।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain