শিরোনাম :
শেরপুরে পাহাড়ি ঢলে আঞ্চলিক সড়কে ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন বিএনপির সাথে সংলাপের মধ্য দিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সংলাপ ডিবি কার্যালয়ে থাকবে না কোনো আয়না ঘর-ভাতের হোটেল : মল্লিক সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সদস্য শিক্ষা শিবিরে এডভোকেট জুবায়ের সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে প্রাণ গেল পুলিশের বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদ গঠন শাবি ভিসি’র বাংলোর সিসিটিভি’র হার্ডডিস্ক ‘গায়েব’ হিউম্যান রাইটস’র চেয়ারম্যান দেলোয়ার খানের বিদায়ী সংবর্ধনা কবি ও লেখক বাবুল দেবের রচিত নাড়ির টান ও প্রতিদিন প্রতিক্ষণ বই দুটির প্রকাশনা উৎসব ফেঞ্চুগঞ্জে সংবর্ধনায় খান জামাল-গনহত্যায় জড়িতদের জাতী ক্ষমা করবেনা

সাইক্লোন, সিলেট এর ২২৫তম সাহিত্য আসর

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বিশিষ্ট ছড়াকার, সংগঠক, কর আইনজীবী, ছড়া পরিষদ সিলেট এর সভাপতি মোঃ মুজিবুর রহমান শাহীন বলেছেন নন্দিত কথা সাহিত্যিক ড. হুমায়ুন আহমদ বাংলা সাহিত্যে নতুন এক নতুন মাত্রা যোগ করেছিলেন। তাঁর সহজ সরল ক্ষুরধার লেখনী সাধারণ পাঠক সানন্দে গ্রহণ করেছিলো। বাংলা সাহিত্যের পাঠক সৃষ্টিতে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। নাটক, সিনেমা নির্মাণেও হুমায়ুন আহমেদ ছিলেন অনন্য। তাঁর রেখে যাওয়া শিল্পকর্ম তাঁকে অমর করে রাখবে যুগ যুগান্তর ধরে। সাইক্লোন, সিলেট এর উদ্যোগে ২৮ নভেম্বর ২০২২ কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ এর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ২২৫ সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সাইক্লোন, সিলেট এর সভাপতি বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, মোহামেডান ফ্যান ক্লাবের প্রাক্তন সভাপতি জলিলুল হক চৌধুরী (কয়েস) ও যুক্তরাষ্ট্রের নিউজার্সি প্রবাসী কমিউনিটি নেতা আশরাফুল হক চৌধুরী (অয়েস)। সাইক্লোন সদস্য সাংবাদিক ও গল্পকার তাসলিমা খানম বীথির পরিচালনায় বক্তব্য রাখেন ছড়া পরিষদ, সিলেট এর সহসভাপতি ছড়াকার অজিত রায় ভজন, সাধারণ সম্পাদক ছড়াকার জয়নাল আবেদীন জুয়েল, সাইক্লোন, সিলেট এর প্রাক্তন সভাপতি মোয়াজ আফসার, সাধারণ সম্পাদক ছড়াকার এডভোকেট আব্দুস সাদেক লিপন, পরিচালক অর্থ সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম মোঃ আশরাফ হোসেন (জামান), সিলেট অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি গোলজার আহমদ, কবি কামাল আহমদ, ব্যাংকার ও কবি শাহেদ আব্দুর রকির, জুবের আহমদ সার্জন, বৃক্ষপ্রেমিক আব্দুল গফ্ফার উমরা মিয়া, কবি ছয়ফুল আলম পারুল প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন বিমান বিহারি দাস ও সাজিদুর রহমান। অনুষ্ঠানে অতিথিদের সাইক্লোন সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সাদেক লিপন তাঁর সম্পাদিত “জানুবিবির মসজিদ” গ্রন্থটি উপহার প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain