শিরোনাম :
শাবি ভিসি’র বাংলোর সিসিটিভি’র হার্ডডিস্ক ‘গায়েব’ হিউম্যান রাইটস’র চেয়ারম্যান দেলোয়ার খানের বিদায়ী সংবর্ধনা কবি ও লেখক বাবুল দেবের রচিত নাড়ির টান ও প্রতিদিন প্রতিক্ষণ বই দুটির প্রকাশনা উৎসব ফেঞ্চুগঞ্জে সংবর্ধনায় খান জামাল-গনহত্যায় জড়িতদের জাতী ক্ষমা করবেনা নজির মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষককে বিদায় সংবর্ধনা মৌলভীবাজারের হত্যা মামলার আসামী সিলেটে গ্রেফতার গোয়াইনঘাটে আরইআরএমপি প্রকল্পের চেক প্রদান  সিলেটে ৬ লাখ টাকা আত্মসাত-পুলিশের চেষ্টায় টাকা ফেরত পেয়েছেন ওই নারী সিলেট মহানগর ২২ নম্বর ওয়ার্ডের সিরাতুন্নবী (সা.) মাহফিল সম্পন্ন সিলেটের সকল স্কুল কলেজের সামনে জেব্র ক্রসিং স্থাপনের দাবি-নিসচা সমাবেশে

সিলেটে বর্ণিল আয়োজনে সম্পূর্ণ সিলেট হাফ ম্যারাথন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট নগরীর রাজ পথ কানায় কানায় পূর্ণ ছিলো শুক্রবার ভোর , হাজারো দৌড়বিদের উপস্থিত ছিলো নগরীতে।
সিলেট রানার্স কমিউনিটির আয়োজনে পঞ্চম বারের মত অনুষ্ঠিত হলো ইউনিমার্ট সিলেট হাফ ম্যারাথন। এই ম্যারাথনে অংশ নেন দেশ-বিদেশের প্রায় ১২শ জন দৌড়বিদ।

ফজরের আযান দেয়ার আগে দলে দলে সিলেট ক্বীন ব্রিজ এলাকায় জড়ো হন দৌড়বিদরা ।ঠিক ভোর ছয়টায় এক বাশিঁতে ছোট -বড় হাজারো দৌড়বিদ ম্যারাথনের দৌড় শুরু করেন ।

সবুজ শ্যামল চা গাছে ঘেরা সিলেট বিমান বন্দর সড়ক হয়ে সিলেট ২২ টিলা এলাকা প্রদক্ষিন করে ম্যারাথনটি। ১৫ বছর বয়সী থেকে ৭০ বছর দৌড়বিদদের দেখা মেলে এই ম্যারাথনে।

সর্বমোট ১২০০ জন দৌড়বিদের সমন্বয়ে ২১.১ কিলোমিটার ও ১০ কিলোমিটার দুই ক্যাটাগরিতে ইভেন্টটি আয়োজিত হয়। ২১.১ কিলোমিটারে ৪০ জন নারী ও ৩০০ জন পুরুষ মিলে ৩৪০ জন অংশ নেন। ১০ কিলোমিটার ক্যাটাগরিতে ৭০ জন নারী ও ৭৯০ জন পুরুষ মিলে মোট ৮৬০ জন দৌড়বিদ অংশ নেন। দৌড়টি নগরীর সার্কিট হাউজের সামনে থেকে সকাল ৬ টায় শুরু হয়ে বন্দর, জিন্দাবাজার, আম্বরখানা ,এয়াপোর্টরোড – বাইশটিলা গিয়ে ইউ টার্ন নিয়ে এসে সিলেট সরকারী উচ্চ বিদ্যালয়, লাক্কাতুরা প্রাঙ্গনে শেষ হয়।

সিলেট রানার্স কমিউনিটির এডমিন এবং আয়োজক কমিটির সদস্য ডা: ওরাকাতুল জান্নাত জানান,সিলেট রানার্স কমিউনিটি ২০১৭ সালের ১৬ নভেম্বর যাত্রা শুরু করার পর বিভিন্ন ধরণের দৌড় প্রতিযোগিতা ও দৌড়বিদদের উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং আমরা মানুষকে মানসিক আর-্শারীরিক ভাবে সুস্থ থাকতে সাহায্য করছি। ২০১৯ সালের সিলেট মিনি ম্যারাথন দিয়ে যাত্রা শুরু এ ধরনের আয়োজনের। ২০১৯ এর সাফল্যের ধারাবাহিকতায় ২০২০ সালে ব্র্যান্ডল্যান্সার সিলেট হাফ ম্যারাথন ২০২০, জানুয়ারি ২০২১ এ ৱ্যাব ফোর্সেস সিলেট হাফ ম্যারাথন, ২০২১ সালের ডিসেম্বরে কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হল সিলেট হাফ ম্যারাথনের পর এবারের পঞ্চম বৃহৎ আয়োজন এই হাফ ম্যারাথন।

তবে আমরা এই আয়োজনের একটি বিশেষ দিকে রেখেছি এইবার ইউনেস্কো থেকে স্বীকৃতিপ্রাপ্ত আমাদের সিলেটের ঐতিহ্যবাহী শীতলপাটি দিন দিন আমাদের ঐতিহ্য থেকে হারিয়ে যেতে চলেছে তাই এবার ইউনিমার্ট সিলেট হাফ ম্যারাথনের মাধ্যমে আমরা শীতলপাটি কে উপস্থাপন করার চেষ্টা করেছি যেন আমরা আমাদের ঐতিহ্য রক্ষা করতে পারি।

এই আয়োজনের প্রধান পৃষ্টপোষক হিসেবে আছেন বাংলাদেশের স্বনামধন্য চেইন সুপার শপ ইউনিমার্ট। এর পাশাপাশি পৃষ্টপোষক হিসেবে আছেন – মেসার্স সুরভী এন্টারপ্রাইজ, ফিজা এন্ড কোং, এস এম সি প্লাস , আই টি চাম ও প্যারাডোন্টেক্স। ইভেন্টে আমাদের নিজস্ব ২০০ জন ভলান্টিয়ার কাজ করেন এই আয়োজনে

সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার জনাব ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন,বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন …..

প্রধান অতিথির বক্তব্য আরো উপস্থিত ছিলেন,সিলেট রানার্স কমিউনিটির এডমিন, মনজুর আহমেদ আরিফ,মোঃ আলী কামাল সুমন,সৈয়দ ফজলুর রহিম সোহাগ,মোঃ হাসান আহমেদ……

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain