শিরোনাম :
সিলেটের বিশুদ্ধ পানির সংকট ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে বিএনপি: খন্দকার মুক্তাদির নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে : প্রধান উপদেষ্টা সেই ইমাকে গ্রেফতার করেছে র‌্যাব সিলেটে ৯০০ কেজি অবৈধ ভারতীয় পিঁয়াজসহ আটক ৪ ছাতক-দোয়ারায় বিএনপি শক্তিশালী ও ঐক্যবদ্ধ-কলিম উদ্দিন আহমেদ মিলন সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপ আর নেই সিলেট জেলা কর আইনজীবী সমিতির অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন উন্মুক্ত নাগরিক সংলাপে খন্দকার মুক্তাদির কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলায় ডিসি সারোয়ার আলমের অভিযান জনগণের পার্লামেন্ট না হলে অধিকার ফিরে আসবে না : মির্জা ফখরুল

মহান মুক্তিযুদ্ধের ১৩তম আলোকচিত্র প্রদর্শনী

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ১৫৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, নতুন প্রজম্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে যাচ্ছেন প্রবীন ফটো সাংবাদিক আতাউর রহমান আতা। যিনি প্রতি বছর স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের মাসে সিলেটের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সিলেট ভিক্তিক মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা থাকেন। যার মাধ্যমে আমাদের নতুন প্রজম্মের শিক্ষার্থীরা সিলেটের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে দীর্ঘ ৯ মাস পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করায় আজ আমরা স্বাধীনভাবে স্বাধীন দেশে দাড়িয়ে কথা বলতে পারছি। তিনি আরো বলেন, একটি ছবির মাধ্যমেই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস উপস্থাপন করা যায়। এক সময় আমরা থাকবো না, কিন্তু এই ছবিগুলো ইতিহাসের অংশ হয়ে থাকবে। আর এই কাজটি করে যাচ্ছেন আতাউর রহমান আতা। যিনি দীর্ঘ ৫০ বছর ধরে ফটো সাংবাদিকতার মাধ্যমে দেশ ও সমাজের জন্য কাজ করে যাচ্ছেন।
তিনি (৭ ডিসেম্বর) বুধবার সকাল ১০টায় নগরীর দাড়িয়াপাড়াস্থ রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে জালালাবাদ যুব কল্যাণ সংস্থা আয়োজিত ও প্রবীন ফটো সাংবাদিক আতাউর রহমান আতার সংরক্ষিত সিলেটের মুক্তিযুদ্ধের ছবি সংম্বলিত মহান স্বাধীনতার মাস উপলক্ষে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য মহান মুক্তিযুদ্ধের ১৩তম আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জালালাবাদ যুব কল্যাণ সংস্থার সভাপতি মো: আবু তাহের এর সভাপতিত্বে ও সিনিয়র ফটো সাংবাদিক নুরুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল আলম, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি শ্যামল চৌধুরী, সিলেট ফটোগ্রাফি সোসাইটি (এসপিএস) এর সভাপতি ফরিদ আহমদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি মামুন হাসান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অসীম রঞ্জন তালুকদার, সিনিয়র শিক্ষক জীবন চন্দ্র বিশ্বাস, আ.ক.ম আব্দুজ জাহির, আব্দুল মতিন, পষ্কজ কুমার রায়, রফিকা খানম, সহকারী শিক্ষক মাহবুবা নাসরীন, সুফিয়া আক্তার, মাধবী চক্রবর্তী, কাজী মুহিবুর রহমান, তাহমিনা আক্তার, জালালাবাদ যুব কল্যাণ সংস্থার দপ্তর সম্পাদক এস এম শিহাব, অর্থ সম্পাদক অলিউর রহমান, প্রচার সম্পাদক জয়দীপ চক্রবর্তী, সদস্য রফিক আহমদ, সুলতান খান, ফটো সাংবাদিক রেজওয়ান আহমদ, সুহেল আহমদ, ফুল মিয়া, আশিকুজ্জামান নাহিদ, আবুল খান মুন্না, জাকারিয়া চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain