শিরোনাম :
শাবি ভিসি’র বাংলোর সিসিটিভি’র হার্ডডিস্ক ‘গায়েব’ হিউম্যান রাইটস’র চেয়ারম্যান দেলোয়ার খানের বিদায়ী সংবর্ধনা কবি ও লেখক বাবুল দেবের রচিত নাড়ির টান ও প্রতিদিন প্রতিক্ষণ বই দুটির প্রকাশনা উৎসব ফেঞ্চুগঞ্জে সংবর্ধনায় খান জামাল-গনহত্যায় জড়িতদের জাতী ক্ষমা করবেনা নজির মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষককে বিদায় সংবর্ধনা মৌলভীবাজারের হত্যা মামলার আসামী সিলেটে গ্রেফতার গোয়াইনঘাটে আরইআরএমপি প্রকল্পের চেক প্রদান  সিলেটে ৬ লাখ টাকা আত্মসাত-পুলিশের চেষ্টায় টাকা ফেরত পেয়েছেন ওই নারী সিলেট মহানগর ২২ নম্বর ওয়ার্ডের সিরাতুন্নবী (সা.) মাহফিল সম্পন্ন সিলেটের সকল স্কুল কলেজের সামনে জেব্র ক্রসিং স্থাপনের দাবি-নিসচা সমাবেশে

হবিগঞ্জ শাহজালাল ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১৩০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান বলেছেন, প্রতি বছর দেশের প্রত্যান্ত অঞ্চলে শীতের তীব্রতায় দুস্থ, নিঃস্ব, ছিন্নমূল, গীরব, দুংখী, বস্ত্রাভাবী শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ নিদারুণ কষ্ট পায়। তাই সমাজের বিত্তশালী ব্যক্তিরা যদি ইচ্ছা করেন, তাঁদের নিজ নিজ এলাকায় শীতার্ত অসহায় গরিব-দুংখী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পারেন। তিনি উদাহরণ দিয়ে বলেন অসহায়, এতিম, দ্বীন দুংখী দিনমজুমদের, পাশে থেকে ট্রাস্টের অন্যতম সদস্য মো. গরীব আলী মানুষের ভালবাসা অর্জন করতে পেরেছেন। তিনি হবিগঞ্জ শাহজালাল (র.) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্টের শিক্ষা ও সামাজিক উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

তিনি গত বুধবার (৭ ডিসেম্বর) দুপুর ১২ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে হবিগঞ্জ শাহজালাল (র.) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট-কর্তৃক ট্রাস্টের অন্যতম সদস্য ফ্রান্স প্রবাসী নবীগঞ্জ তথা বাংলাদেশের কৃতিসন্তান মো. গরীব আলী ছাহেব এর অর্থায়নে আয়োজিত অসহায়, এতিম, দিনমজুরদের মধ্যে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

হবিগঞ্জ শাহজালাল (র.) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান মো. আব্দুল মুহিত রাসেল এর সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল বাছিত এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জের অধ্যক্ষ অধ্যাপক মো. ইলিয়াছ বখত চৌধুরী (জালাল), হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম ভূঁইয়া, এনডিসি মো. তুহিন হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম খান, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেসের সম্পাদক ও প্রকাশক মো. ফজলুর রহমান, যোগেন্দ্র কিশোর এন্ড হরেন্দ্র কিশোর হাইস্কুল এন্ড কলেজ হবিগঞ্জের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহ্ মো. আবুল হাসান, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. রাসেল চৌধুরী, হবিগঞ্জ মডেল মাদরাসার অধ্যক্ষ মুফতী মাওলানা মুস্তাফিজুর রহমান আল আযহারী, জ্ঞানদ্বীন হাইস্কুল হবিগঞ্জের অধ্যক্ষ মামুন আল ছালেহ প্রমূখ।

বিশেষ অতিথির বক্তব্যে বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জের অধ্যক্ষ অধ্যাপক মো. ইলিয়াছ বখত চৌধুরী (জালাল) বলেন, হবিগঞ্জ শাহজালাল (র.) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্টের মাধ্যমে শিক্ষা উন্নয়নমুলক জনহিতকর কল্যাণে সামাজিক উন্নয়নে এডুকেশন ট্রাস্ট কাজ করে যাচ্ছে। তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আপনারা দ্বীনি শিক্ষা অর্জনের পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হবার আহবান করেন। তিনি ট্রাস্টের সদস্য মো. গরীব আলী ছাহেব এর ভূয়সী প্রশংসা করেন।

হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, পরিবেশ দূষণ মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান করেন, তিনি আরো বলেন হবিগঞ্জ শাহজালাল (র.) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্টের অন্যতম সদস্য মো. গরীব আলী দুংখী মানুষের কল্যাণে দূষ্টান্ত স্থাপন করেছেন।

হবিগঞ্জ জনতার এক্সপ্রেসের সম্পাদক ও প্রকাশক মো. ফজলুর রহমান বলেন, সামাজিক উন্নয়নে হবিগঞ্জ শাহজালাল (র.) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট নিরলস কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হবিগঞ্জ শাহজালাল (র.) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট এর ট্রাস্টিং ট্রেজারারবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদবৃন্দ, আলিম-উলামা, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ।

সভাপতির বক্তব্যে হবিগঞ্জ শাহজালাল (র.) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আব্দুল মুহিত রাসেল বলেন, হবিগঞ্জ শাহজালাল (র.) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট সকলের সম্মিলিত সহযোগিতায় হবিগঞ্জ জেলা তথা সারাদেশব্যাপী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তিনি আগামী সকল কর্মসূচিতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

পরিশেষে হবিগঞ্জ শাহজালাল (র.) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্টের অন্যতম সদস্য ফ্র্যান্স প্রবাসী নবীগঞ্জ তথা হবিগঞ্জের কৃতিসন্তান বিশিষ্ট সমাজসেবক মো. গরীব আলীর পিতা মাতার নেক হায়াত কামনায় মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফতী মাওলানা মুস্তাফিজুর রহমান আল আজহারী।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain