ভারতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ৯

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ২০০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের তেলেঙ্গনা অঙ্গরাজ্যের রাজধানী হায়দ্রাবাদের এক বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। আজ সোমবারের এ ঘটনায় অন্তত নয়জন নিহত হয়েছে। দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, বহুতল ভবনটির নিচতলায় প্রথমে আগুন ধরে। সেখানে কয়েক ড্রাম কেমিক্যাল রাখা ছিল। এরপরেই আগুন ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। স্থানীয় ফায়ার ডিপার্টমেটের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, এখন পর্যন্ত ভবন থেকে ২০ জনকে উদ্ধার করা হয়েছে। হতাহতের বেশিরভাগই ওই ভবনে প্রথম ও দ্বিতীয়তলায় ভাড়াটিয়া হিসেবে ছিলেন।

তবে তৃতীয় ও চতুর্থ তলায় থাকা বাসিন্দারা সামান্য আহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। ওই ভবনের মালিকের নাম রমেশ জয়সাল। ঘটনার পর থেকেই তিনি পলাতক আছেন। তিনি ভবনের নিচতলাকে ক্যান ও তেলের ড্রামের গোডাউন হিসেবে ব্যবহার করে আসছিলেন।

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, উদ্ধার অভিযানের সময় উদ্ধারকর্মীরা ভবন থেকে এক নারী ও শিশুর জীবন বাঁচিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain