শিরোনাম :
সিলেটে রাজপথে জনসভা করেছে ‘আমার বাংলাদেশ-এবি পার্টি নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজে স্মরণ সভা দক্ষিণ সুরমা ২৬নং ওয়ার্ড জামায়াতের কর্মী সম্মেলন সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন: বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা মুরারিচাঁদ কলেজ যুব রেড ক্রিসেন্ট দলের নতুন কমিটি গঠন নন্দিরগাওঁ ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় অনুষ্ঠিত ব্র্যাক এনডিডি সেন্টারের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত সিলেটে প্রেমিককে নিয়ে স্বামীকে খুন : স্ত্রীসহ তিনজনের ফাঁসির আদেশ চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে হাসনাত-সারজিসকে ট্রাকচাপায় হত্যার চেষ্টা সিলেট তারাপুর চা-বাগানের দেবোত্ত সম্পদে অবৈধ দখল পর্যবেক্ষণে ম্যাজিস্ট্রেট ও অপারেশন টিম

একুশে পদকপ্রাপ্ত প্রাপ্তিতে রূপা চক্রবর্তীকে সিলেট সরকারি মহিলা কলেজে সম্মাননা প্রদান

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৫১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সরকারি মহিলা কলেজের কৃতী ছাত্রী একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট আবৃত্তি শিল্পী, ড. রূপা চক্রবর্তীকে সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মহিলা কলেজ শিক্ষক মিলনায়তনে রূপা চক্রবর্তীর হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। একুশে পদক প্রাপ্তিতে কলেজের শিক্ষকরা তাকে এ সম্মাননা প্রদান করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর নাজমীন ইসলাম চৌধুরী। শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর আঞ্জুমান আরা বেগমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের সাবেক অধ্যক্ষ শামীমা চৌধুরী, উপাধ্যক্ষ প্রফেসর মোসাম্মৎ রোকসানা বেগম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর আশীষ মজুমদার, সহযোগী অধ্যাপক অনুপা নাহার ওয়ালেদা, সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাদির, সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ, সহযোগী অধ্যাপক মু. জিল্লুর রহমান, সহযোগী অধ্যাপক সৈয়দা তাহরীন আখতার, সহযোগী অধ্যাপক মো. বশীর আহমদ, সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমীন, সহকারী অধ্যাপক হাজেরা সুলতানা, সহকারী অধ্যাপক সুমিত্রা রায়, সহকারী অধ্যাপক সফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক নাহিন ফাতেমা চৌধুরী, সহকারী অধ্যাপক সুদীপ তালুকদার, প্রভাষক দিব্যেন্দু রায়, প্রভাষক মো. ফখরুল ইসলাম, প্রভাষক মাসকুরা বেগম, প্রভাষক কয়েস মাহমুদ, প্রভাষক রিপন মিয়া, প্রভাষক মো. আনোয়ার হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানে রূপা চক্রবর্তী তাকে সম্মাননা প্রদান করায় সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জীবনে মানুষ হওয়া এবং জীবন থেকে আনন্দ সংগ্রহ করা সবচাইতে জরুরি এবং গুরুত্বপূর্ণ। জীবনে আনন্দ আসে শিল্পের হাত ধরে। আনন্দ সব সময় ছড়িয়ে থাকে প্রকৃতির মধ্যে। শুধু দেখতে জানা আর উপলব্ধি করতে পারলেই সেই আনন্দকে ধরতে পারা যায়। এগিয়ে যেতে হলে, সমৃদ্ধি অর্জন করতে হলে অবশ্যই আনন্দে থাকতে হবে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain