অনুসন্ধান নিউজ :: উলামা মাশায়েখ পরিষদ সিলেটের নেতৃবৃন্দ বলেছেন, পবিত্র মাহে রমযান হচ্ছে মহাগ্রন্ত কুরআন নাযিলের, প্রশিক্ষণের মাস। সিয়াম সাধনার মাধ্যমে একজন রোজাদার ব্যক্তি আত্মগঠন, আত্মসংযম এবং আদর্শ সমাজ গঠনের উপযুক্ত করে নিজেকে গড়ে তোলার সুযোগ পেয়ে থাকেন। ধর্মপ্রাণ মুসলমানদের সিয়াম পালনের কাঙ্খিত পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্ত দুঃখজনক হলেও সত্য পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, অশ্লীলতা, নগ্নতা এবং বেহায়াপনার অবাধ বিস্তার পবিত্র মাসের পরিবেশকে কলুষিত করছে। পবিত্র রমজান মাসে পরিকল্পিতভাবে ইসলাম বিরোধী কর্মকান্ডকে উস্কে দেয়া হচ্ছে। যা জাতির জন্য চরম দুর্ভাগ্যের বিষয়। রমজানের পবিত্র রক্ষা করুন ও মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে কারান্তরীণ সকল আলেম-উলামাদের অবিলম্বে মুক্তি দিন।
বৃহস্পতিবার বাদ জোহর সিলেট নগরীর সিটি পয়েন্টে পবিত্র রমযানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, অশ্লীলতা বেহায়াপনা ও ইসলাম বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে উলামা মাশায়েখ পরিষদ সিলেট আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন।
উলামা মাশায়েখ পরিষদ সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী, পরিষদের সেক্রেটারি ড. মাওলানা এএইচএম সোলায়মান ও সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী প্রমুখ।
মিছিল সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আলেমে দ্বীন মাওলানা মুজিবুর রহমান, মাওলানা খলীলুর রহমান, মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা ফয়জুর রহমান, মাওলানা আসাদুর রহমান, হাফিজ মাওলানা জিল্লুর রহমান, হাফিজ মাওলানা হাফিজুর রহমান, হাফিজ আব্দুল আহাদ ও মাওলানা হেলাল আহমদ প্রমুখ।