শিরোনাম :
সিলেটে প্রেমিককে নিয়ে স্বামীকে খুন : স্ত্রীসহ তিনজনের ফাঁসির আদেশ চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে হাসনাত-সারজিসকে ট্রাকচাপায় হত্যার চেষ্টা সিলেট তারাপুর চা-বাগানের দেবোত্ত সম্পদে অবৈধ দখল পর্যবেক্ষণে ম্যাজিস্ট্রেট ও অপারেশন টিম আনোয়ার ফাইন্ডেশন ইউকের উদ্যোগে সম্মাননা প্রদান গোয়াইনঘাটে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী চাচা-ভাতিজা নিহত সিলেট মহানগরীর ভাড়া নির্ধারণ ও অবৈধ গাড়ি পার্কিং বন্ধ করার দাবিতে সিসিক প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান সিলেট জেলা বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধন সিলেটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ সিলেটের কৃষি মন্ত্রণালয়ের দপ্তর/ সংস্থা প্রধানদের সাথে মতবিনিময়

মুক্তিযুদ্ধের সংগঠক অমর চাঁদ-কে নির্যাতনে সচেতন নাগরিক সমাজ সিলেটের মানববন্ধন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৩৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে দেহ ও চক্ষু দানকারী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীন রাজনীতিবীদ কমরেড অমর চাঁদ দাস চিকিৎসারত অবস্থায় কতিপয় চিকিৎসক ও নার্স কর্তৃক মারধরের ঘটনায় মানববন্ধন করেছেন সচেতন নাগরিক সমাজ সিলেটের নেতৃবৃন্দ।
শনিবার (২৩ মার্চ) বিকেল ৩টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে কমরেড অমর চাঁদ দাসের উপর হামলাকারী চিকিৎসক ও নার্সদের কঠোর শাস্তি দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৬ মার্চ সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সমারচর গ্রামে মুক্তিযুদ্ধের সংগঠক কমরেড অমর চাঁদ দাস হানিয়া অপারেশনের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ঐদিন তার অপারেশনের পর রাতে কেথাটর লাগানো অবস্থায় প্রস্রাবে সমস্যা দেখা দিলে তিনি এক পর্যায়ে যন্ত্রণায় ছটফট করতে থাকেন। এ অবস্থায় দায়িত্বপ্রাপ্ত নার্স যথাযথ ব্যবস্থা না করে অন্য একজন ডাক্তার ও পুলিশ দিয়ে তাকে গ্রেফতার করতে পাঠায়। পুলিশ ঐ রোগীর করুন অবস্থা দেখে গ্রেফতার না করে ফিরে আসেন। এর কিছুক্ষণ পর একদল চিকিৎসক নামদারী যুবক তাকে রুম থেকে তুলে বাহিরে নিয়ে এসে শারীরিকভাবে নির্যাতন করে। তার চিৎকার শুনে পার্শ্ববর্তী লোকজন এসে তাকে রক্ষা করে। কমরেড অমর চাঁদ দাস ইতিমধ্যে ২০১০ সালে এমএজি উসমানী মেডিকেল কলেজে চক্ষুদান ও ২০১৪ সালে তার নিজ দেহ দান করে রাখেন। এই মহান ত্যাগী ব্যক্তির উপর জঘন্য, বর্বরোচিত হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মিহির রঞ্জন দাসের সভাপতিত্বে ও বিশিষ্ট সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদুল্লাহ শহিদুল ইসলাম শাহীন, বিশিষ্ট সাংবাদিক আল-আজাদ, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আরিফ মিয়া, ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা সভাপতি সিকান্দর আলী, বাসদ মার্কসবাদী জেলা সভাপতি উজ্জল দে, বাসদ জেলা সমন্বয় কারী জাফর আহমদ, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধের সংগঠক অমর চাঁদ দাস,মহানগর জাসদের সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, বাংলাদেশ কমিনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, হিউমেন ওয়াচ ট্রাস্ট বাংলাদের সভাপতি দেলোয়ার হোসেন খান, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, মহানগর শাখার সভাপতি মির্জা রেজওয়ান বেগ, বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ সভাপতি খালেদ হোসেন, অধ্যক্ষ প্রাণকান্ত দাস, গণতন্ত্র পার্টির মহানগরের সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী,বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা সৈনিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক টিপু চৌধুরী, সাংবাদিক দেলোয়ার হোসেন জিলন, মুক্তিযুদ্ধের সংগঠক কমরেড অমর চাঁদ দাসের নাতিন কৌশা রানী তালুকদার, অপূর্ব দাস , কলেজ শিক্ষক পরিষদ সভাপতি জ্যোতিশ মজুমদার, পীযুষ কান্তি তালুকদার, সুভাষ কান্তি দাস, চারু সামন্ত, গুলজার আহমদ, আবর মিয়া পির, পীযুষ কান্তি তালুকদার প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain