বড়লেখা প্রতিনিধি : : মৌলভীবাজার, বডলেখা উত্তর চৌমনীতে, গত ২৪শে মার্চ রোজ রবিবার, আনুমানিক সন্ধ্যা ৭টা-৩০ মিনিটের সময় হোসেন আহমেদের কলোনির সামনে বেশ কয়েকজন মিলে হামলা চালায় এতে আহত উজ্জ্বলকে দেখতে গতকাল বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
এসময় তারা উজ্জ্বল এর চিকিৎসার খোঁজ খবর নেন। আহত উজ্জ্বল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ফয়ছল আহমেদ সাগর, সাংবাদিক একরাম আহমেদ সহ বেশ কয়েক জন প্রমুখ।
উল্লেখ-মৌলভীবাজার, বডলেখা উত্তর চৌমনীতে, গত ২৪শে মার্চ রোজ রবিবার, আনুমানিক সন্ধ্যা ৭টা-৩০ মিনিটের সময় হোসেন আহমেদের কলোনির সামনে বেশ কয়েকজন মিলে হামলা চালায় এতে আহত মিন্টু দের সঙ্গে বিল্লাল আহমেদ, রুমান আহমেদ,হাবুল্লাহ সহ-বেশ কয়েকজন মিলে হামলা চালায়, এই হামলার সময় বাসার একজন সৎ সরল বাড়াটি উজ্জ্বল আহমেদ সবাইকে থামানোর চেষ্টা করলে, সবাই মিলে উজ্জ্বল আহমেদকে দেশীয় অস্ত্র দিয়ে বিভিন্ন জায়গায় আঘাত করেন।
এই এই বিষয় আহত উজ্জল এর বোন জানান,মিন্টু দের সঙ্গে ঝামেলা না – কি কোন পূর্ব শত্রুতার জের ধরে উজ্জলের সাথে কৌশলের ঝামেলা, এই বিষয় নিয়ে উজ্জলের বোন আলেসা বেগমের জানান, আমি দুই দিন ধরে আমার ভাইয়ের সাথে আছি আজ আমি বড়লেখায় গিয়ে বাদী হয়ে আমি মামলা দায়ের করব। এই বিষয় নিয়ে মামলার প্রস্তুতি চলছে। সাংবাদিক ঐক্য পরিষদের বৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।