অনুসন্ধান নিউজ :: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব আমাদের অনুপ্রেরণা, যথাযথ সম্মান জানিয়ে তাদেরকে আমাদের হৃদয়ে লালন করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বেই মহান স্বাধীনতা, প্রিয় বাংলাদেশ অর্জিত হয়। বীর মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে দেশকে স্বাধীন করেছেন। তাই বর্তমান প্রজন্মকে বঙ্গবন্ধু ও বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস জানাতে হবে ।
তিনি বলেন, বাঙালি বীরের জাতি, তারা যুদ্ধ করে স্বাধীনতা এনেছে। স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদেরকে যে সুযোগ সুবিধা দিয়ে সম্মানিত করেছেন তা অন্য কোন সরকার দেয়নি। মুক্তিযোদ্ধা যারা এখনো জীবিত আছেন স্বাধীনতার আসল ইতিহাস বর্তমান প্রজন্মকে তারা জানালে জাতি হিসেবে আমরা উপকৃত হবো।
সিলেট জেলা পরিষদের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের জন্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ২৬শে মার্চ বিকালে সিলেট জেলা পরিষদের হলরুমে জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. জামাল উদ্দিন ভুঞা। সিলেট জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ মতিউর রহমান মতি ও মস্তাক আহমদ পলাশের যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট সদর উপজেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইরশাদ আলী। স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা স›দ্বীপ কুমার সিংহ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কোর্ট পয়েন্ট জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা মোঃ শাহ আলম ও গীতা পাঠ করেন দেবব্রত চক্রবর্তী। সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট জেলা পরিষদের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন, সদস্য এডভোকেট গিয়াস উদ্দিন, ইফজাল আহমদ চৌধুরী, মোছাদ্দিক আহমদ, মোঃ আঃ হামিদ, ফয়জুলইসলাম (ফয়ছল) প্রমুখ। অনুষ্ঠানে অতিথিদের ব্যাজ পরিয়ে দেন জেলা পরিষদের কর্মকর্তারা। পরে সংবর্ধনা অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধাদের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা বলেন, আমরা যুদ্ধে গিয়েছিলাম বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে। দেশের জনগণকে রক্ষা, দেশের স্বাধীনতা অর্জনের লক্ষে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। বঙ্গবন্ধুর বিচক্ষণ নেতৃত্ব আর দিকনির্দেশনায় আমরা সম্মিলিতভাবে পাকিস্তান হানাদার বাহিনীকে প্রতিহত করেছি।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, মুক্তিযোদ্ধারা বাঙালি জাতির অহংকার। বর্তমান প্রজন্মকে অনুপ্রেরণা দিতে মহান মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করেছি। তিনি উপস্থিত সকল মুক্তিযোদ্ধাকে অভিনন্দন জানান।