অনুসন্ধান নিউজ :: কক্সবাজারের উখিয়ায় মিনি ট্রাকের (ডাম্পার) চাপায় বন বিটের কর্মকর্তা সাজাদুজ্জামানকে নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট বন বিভাগের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মানববন্ধ। আজ বুধবার (৩ এপ্রিল) দুপুরের সিলেট বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন পালন করা হয়।
এসময় মানববন্ধনে উপস্থিত বক্তব্য রাখেন , সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ূন কবির, সহকারী বন সংরক্ষক নাজমুল আলম, তারেক রহমান, ডিপ্লোমা বনবিদ পরিষদ সিলেট আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো: রিয়াজ উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ূন কবির বক্তব্য বলেন, নিহত সাজাদুজ্জামান এর পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান, আহত বন কর্মকর্তার চিকিৎসা নিশ্চিত, বনভূমি সুরক্ষায় ভূমিদস্যুদের বাড়তি ঝুঁকিতে থাকা কর্মীদের জন্য সুরক্ষা নিশ্চিত ও নিরাপদ কর্মক্ষেত্র তৈরিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বনভূমি, পাহাড় ও নদী রক্ষায় এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।পাশাপাশি নিহত সাজাদুজ্জামানের স্ত্রীকে যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়ার দাবী জানানো হয়। তিন্্আরোও বলেন হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও অবৈধ ডাম্পারের দৌরাত্ম্য ও পাহাড় কাটা বন্ধ করতে হবে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।