শিরোনাম :
সিলেট জেলা কর আইনজীবী সমিতির অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন উন্মুক্ত নাগরিক সংলাপে খন্দকার মুক্তাদির কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলায় ডিসি সারোয়ার আলমের অভিযান জনগণের পার্লামেন্ট না হলে অধিকার ফিরে আসবে না : মির্জা ফখরুল দেশ ও জাতির কল্যাণে সংসদে কথা বলতে চাই-আব্দুল মালিক চৌধুরী সিলেটে ২০ কেজি গাঁজাসহ তরুণী আটক গোয়াইনঘাটে অপরাধ নিয়ন্ত্রণ ও মাদক অভিযানে সম্মান পেলেন -ওসি তরিকুল ইসলামের সিলেট মহানগর ১০নং ওয়ার্ড কৃষকদলের সম্মেলন সম্পন্ন সিলেট মহানগর ৩৭নং ওয়ার্ড জামায়াতের নির্বাচনী সভা নগরীর কালীঘাটসহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগকালে খন্দকার মুক্তাদির

সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দের অংশগ্রহণে সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যায় নগরীর নয়াসড়কস্থ একটি অভিজাত পার্টি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দের উপস্থিতিতে সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল মিলনমেলায় পরিণত হয়েছিল।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরীর সভাপতিত্বে এবং ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক রেজওয়ান আহমদের পরিচালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, সিলেট জেলা প্রেসক্লাবের আনন্দঘন ইফতার মাহফিল অবশ্যই প্রশংসার দাবি রাখে। মহান মুক্তিযুদ্ধের আদর্শ লালন করে বাংলাদেশকে একটি উন্নত অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের চেষ্টায় সিলেট জেলা প্রেসক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বক্তারা সিলেট জেলা প্রেসক্লাবের সাথে সিলেটের বিভিন্ন রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাদের চমৎকার সম্পর্কের ভূয়সী প্রশংসা করে আগামীতে সিলেট জেলা প্রেসক্লাবের অগ্রযাত্রায় সবার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা হাবিব আহমদ শিহাব।
ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য ও শুভেচ্ছা জ্ঞাপন করেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. জহিরুল হক শাকিল, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, বর্ষীয়ান রাজনীতিবীদ জাসদ সিলেট জেলার সভাপতি লোকমান আহমদ, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা, ওয়ার্কাস পার্টি সিলেটের সভাপতি সিকন্দর আলী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সমন্বয়ক আবু জাফর, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহী উদ্দিন সেলিম, ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের সাধারণ সম্পাদক শ্যামানন্দ দাশ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সভাপতি আবদুর রহমান রিপন, দুধওয়ালা লিমিটেডের চেয়ারম্যান মোতাহার হোসেন সোহেল প্রমুখ।
এছাড়া ক্লাবের সাবেক আহ্বায়ক সালাম মশরুর, সাবেক সভাপতি আল আজাদ ও তাপস দাশ পুরকায়স্থ, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক লিয়াকত শাহ ফরিদী, দৈনিক যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা, দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন, দৈনিক জাগ্রত সিলেটের সম্পাদক শেখ মোর্শেদসহ ক্লাবের সদস্যরা উপস্থিতি ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain