শিরোনাম :
সিলেট জেলা কর আইনজীবী সমিতির অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন উন্মুক্ত নাগরিক সংলাপে খন্দকার মুক্তাদির কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলায় ডিসি সারোয়ার আলমের অভিযান জনগণের পার্লামেন্ট না হলে অধিকার ফিরে আসবে না : মির্জা ফখরুল দেশ ও জাতির কল্যাণে সংসদে কথা বলতে চাই-আব্দুল মালিক চৌধুরী সিলেটে ২০ কেজি গাঁজাসহ তরুণী আটক গোয়াইনঘাটে অপরাধ নিয়ন্ত্রণ ও মাদক অভিযানে সম্মান পেলেন -ওসি তরিকুল ইসলামের সিলেট মহানগর ১০নং ওয়ার্ড কৃষকদলের সম্মেলন সম্পন্ন সিলেট মহানগর ৩৭নং ওয়ার্ড জামায়াতের নির্বাচনী সভা নগরীর কালীঘাটসহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগকালে খন্দকার মুক্তাদির

বন্যা কবলিত মানুষের পাশে পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি-নাহিদুল ইসলাম দিপু

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১ জুন, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধিঃ- গত তিন দিনের টানা বৃষ্টি ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আকস্মিক বন্যায় উপজেলার প্রায় ৭৫ শতাংশ মানুষজন বিপদসীমার মধ্যে বসবাস করছে। বৃহত্তর সিলেট জুড়ে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গোয়াইনঘাট অঞ্চলের ৭৫ শতাংশ বাড়িঘরে থইথই করছে বন্যার পানি। বন্যার ভয়াবহ পরিস্থিতির কারণে বসত ঘরে চুলাতে আগুন দিতে পারছেনা তারা। আর চুলাতে আগুন না জ্বলানো কারণে বেশির ভাগ পরিবার পরিজন নিয়ে অনাহারে ও অরদাহারে দিনাতিপাত করছেন। ভয়াবহ বন্যার পরিস্থিতি বিষয়ে সার্বক্ষণিক পরামর্শ ও খোঁজখবর রাখছেন জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারগণ। গতকাল শুক্রবার ৩১ মে জেলা ও উপজেলা প্রশাসন ছাড়াও ব্যাক্তি উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় বন্যাকবলিত মানুষের মাঝে শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ নাহিদুল ইসলাম দিপু’র ব্যাক্তিগত উদ্যোগে ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে বন্যা কবলিত শতাধিক পরিবারের মাঝে চিড়া, চিনি, খাবার স্যালাইন, ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আশিক সরকার, সহ সাংগঠনিক সম্পাদক ইমন শাহ যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবির আহমেদ,ছাত্রলীগের নেতা মোঃ পারভেজ ও ইবাদুল সিদ্দিকী প্রমুখ।

এ বিষয়ে পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ নাহিদুল ইসলাম দিপু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। যুদ্ধ বিধ্বস্ত তলাবিহীন রাষ্ট্রকে ডিজিটালে রূপান্তরিত করে এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন। সেই স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্রলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ, আমরা দেশের যে কোন ক্লান্তি লগ্নে বাংলাদেশ ছাত্রলীগ অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে ছিলাম। আগামী দিনেও যে কোন দুর্যোগ মোকাবেলায় আমরা পাশে থাকবো।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain