শিরোনাম :
শাবিতে নতুন ভিসি, প্রো-ভিসি ও কোষাধ‍্যক্ষ সিলেট কয়লা আমদানীকারক গ্রুপ ও তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের মতবিনিময় সভা সুনামগঞ্জের শ্যামারচরে জামায়াতের সীরাতুন্নবী (সাঃ) মাহফিল মধুপূর্ণিমা তিথিতে চারুআড্ডা’র আহ্বানে আলোকিত বিশ্ব গড়তে আলো হাতে দশ মিনিট সানাবিল ফাউন্ডেশনের উদ্যোগে গোলাপগঞ্জে শহীদ পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান সিলেটের গোলাপগঞ্জে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কিডনি বিশেষজ্ঞ দলের সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন সিলেটে হিন্দু ধর্মাবলম্বী নারীর মুখে ‘মুহাম্মদের গান’ জাফলংয়ে লুৎফুর উদ্দিন মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান

আল কোরআন শিক্ষা পরিষদের কিরাআত প্রশিক্ষণের পুরস্কার বিতরণ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আল কোরআন শিক্ষা পরিষদ সিলেট বাংলাদেশ পরিচালিত কিরাআত প্রশিক্ষণের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ৭ জুন শুক্রবার বিকেলে নগরীর দরগা মহল্লাস্থ আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী)।
আল কোরআন শিক্ষা পরিষদের সভাপতি শায়খুল ক্বোররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রের সেক্রেটারি অধ্যক্ষ ফরিদ আহমদ।
মাওলানা ক্বারী এমরান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাফিজ মাওলানা ক্বারী মঞ্জুর আহমদ, মাওলানা আবু হানিফা, মাওলানা ক্বারী ছহুল আহমদ, হাফিজ মাওলানা আব্দুর রহমান, ক্বারী এজহারুল ইসলাম ছাদি, ক্বারী সোহায়িল আহমদ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও ইসলামিক সংগীত পরিবেশন করেন যথাক্রমে তানজিল আহমদ, উবায়দুর রহমান, রাফি আহমদ। অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
কিরাআত প্রশিক্ষণের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) বলেছেন, সহিহ শুদ্ধ ভাবে পবিত্র কোরআন শিক্ষা গ্রহণ করতে কিরাআত প্রশিক্ষণের বিকল্প নেই। আল কোরআন শিক্ষা পরিষদ কোরআন শিক্ষার আলো সর্বমহলে ছড়িয়ে দিচ্ছে এটা সত্যিই প্রশংসনীয়। তিনি বলেন, আল কোরআন শান্তির শিক্ষা দেয়। কোরআনের শিক্ষার ওপর আমল করলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তিনি শিক্ষার্থীদের দুনিয়াবী শিক্ষার পাশাপাশি মহাগ্রন্থ আল কোরআন শিক্ষা গ্রহণে উদ্বোদ্ব করেন। মিলাদ গাজী কোরআন শিক্ষা ও খেদমতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain