নিউজ ডেস্ক :: সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি। এতে বাড়ছে। ইতোমধ্যেই কয়েকটি উপজেরলায় ফের বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। সিলেটে টানা বর্ষণ ও উজান থেকে নেমে ঢলের কারণে এমন পরিস্থিতি তৈরী হয়েছে।
জানা গেছে, আজ রোববার পর্যন্ত পর্যন্ত সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনগাট, কানাইঘাট ও ওসমানীনগর উপজেলার নিম্নাঞ্চল নতুন করে তলিয়ে গেছে।
এদিকে সিলেটের মধ্য দিয়ে বয়ে চলা নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।পানি উন্নয়ন বোর্ড সিলেট কার্যালয়ের তথ্য মতে, সিলেট জেলার পাঁচ পয়েন্টে নদীর পানি বিদৎসীমার নিচে থাকলেও অবিরত বাড়ছে পানি।
আজ রোববার (১৬ জুন) দুপুর ১২ টার তথ্য অনুযায়ী, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টের পানি বিপৎসীমার নিচ ১৩. ৭১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কুশিয়ারা নদীর অমলসিদ পয়েন্টের পানি বিপৎসীমার নিচে ১৪.৯৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর শেওলা পয়েন্টের পানি বিপৎসীমার নিচে ১১.১৩ সেন্টিমিটার প্রবাহিত হচ্ছে। সারি নদীর সারিঘাট পয়েন্টের পানি বিপৎসীমার ৮৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সারিগোয়াইন নদীর গোয়াইনঘটা পয়েন্টের পানি বিপৎসীমার ১২.৬২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বেশ কয়েকটি পয়েন্টে নদীর পানি ইতিমধ্যে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে।
এদিকে সিলেট গত ২৪ ঘন্টায় (সকাল ৬টা থেকে ৬টা পর্যন্ত) সিলেট আবহাওয়া অফিস ৬৬. ৫ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।