অনুসন্ধান নিউজ :: সিলেট নগরীর ৩৭নং ওয়ার্ডের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন আখালিয়ার টিলারগাঁওয়ের ডলিয়াস্থ আবাসিক এলাকায় অবস্থিত জামেয়া মোহাম্মদিয়া সিলেট মাদরাসা ও এতিমখানার নবনির্মিত হযরত বিলাল (রাঃ) জামে মসজিদ গত ২০ সেপ্টেম্বর শুক্রবার জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে।
জামেয়া মোহাম্মদিয়া এতিমখানা মাদ্রাসার মুহতামিম মাওলানা জহুরুল হক এর সার্বিক ব্যবস্থাপনায় নামাজের ইমামতি করেন শায়খে বাঘা রঃ এর নাতি মাওলানা যুবায়ের আহমদ।
মসজিদের ভূমিদাতা আলহাজ্ব আব্দুল কুদ্দুছ তালুকদার অতান্ত্য ধর্মপরায়ণ মানুষ। তিনি জামেয়া মোহাম্মদিয়া মাদ্রাসা ও এতিমখানার জন্য মসজিদ নির্মানে অক্লান্ত পরিশ্রম করেছেন।
এর আগে মসজিদের উদ্বোধন উপলক্ষে জামেয়ার প্রতিষ্ঠাতা ও মুহতামিম শায়খ মাওলানা জহুরুল হকের পরিচালনায় বাদ নামাজে ফজর হতে জুমআর নামাজর পূর্ব পর্যন্ত ওয়াজ ও নসিহত পেশ করেন জামেয়া দারুল কুরআনের শায়খুল হাদীস হাফিজ মাওলানা মুফতি এহতেশামুল হক কাসেমী, শায়খুল কুররা হাফিজ মাওলানা আব্দুল মতীন আছিরগঞ্জী, শায়খ মাওলানা আব্দুল মতীন চৌধুরী শাহবাগী। এছাড়াও গণ্যমান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামেয়ার মজলিসে শুরার সভাপতি আলহাজ্ব আ ন ম ওহিদ কনামিয়া, ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর রিয়াজ মিয়া, জামেয়ার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুল কুদ্দুছ তালুকদার, লন্ডন প্রবাসী জামাল উদ্দিন রেজা, বিশিষ্ট ব্যবসায়ী হাজী রফিকুল ইসলাম বাদল, হাজী আব্দর রব কাঞ্চন, হাজী ফয়জুল হক, হাজী শামীম আহমদ, সাবেক মেম্বার বাবুল মিয়া, মেম্বার কাওছার মিয়া, আব্দুল হাকীম, সৈয়দ নুরুদ্দীন আহমদ, হাজি মফিজ আলি মাষ্টার, রহমত আলী, আব্দুর রাজ্জাক প্রমূখ।বিজ্ঞপ্তি