শিরোনাম :
শাবি ভিসি’র বাংলোর সিসিটিভি’র হার্ডডিস্ক ‘গায়েব’ হিউম্যান রাইটস’র চেয়ারম্যান দেলোয়ার খানের বিদায়ী সংবর্ধনা কবি ও লেখক বাবুল দেবের রচিত নাড়ির টান ও প্রতিদিন প্রতিক্ষণ বই দুটির প্রকাশনা উৎসব ফেঞ্চুগঞ্জে সংবর্ধনায় খান জামাল-গনহত্যায় জড়িতদের জাতী ক্ষমা করবেনা নজির মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষককে বিদায় সংবর্ধনা মৌলভীবাজারের হত্যা মামলার আসামী সিলেটে গ্রেফতার গোয়াইনঘাটে আরইআরএমপি প্রকল্পের চেক প্রদান  সিলেটে ৬ লাখ টাকা আত্মসাত-পুলিশের চেষ্টায় টাকা ফেরত পেয়েছেন ওই নারী সিলেট মহানগর ২২ নম্বর ওয়ার্ডের সিরাতুন্নবী (সা.) মাহফিল সম্পন্ন সিলেটের সকল স্কুল কলেজের সামনে জেব্র ক্রসিং স্থাপনের দাবি-নিসচা সমাবেশে

কবি ও লেখক বাবুল দেবের রচিত নাড়ির টান ও প্রতিদিন প্রতিক্ষণ বই দুটির প্রকাশনা উৎসব

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৩১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: কবি ও লেখক বাবুল দেবের রচিত নাড়ির টান ও প্রতিদিন প্রতিক্ষণ বই দুটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে নগরের করেরপাড়ায় এলাকায় লোকনাথ মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডাঃ সত্য রঞ্জন দেব এর সভাপতিত্বে ও রিপন এষ চৌধুরীর সঞ্চালনায়, কনকজ্যোতি মজুমদার এবং অপরেশ দাস অপুর সার্বিক তত্বাবধানে প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শাবিপ্রবির বাংলা বিভাগের অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য, স্বাগত বক্তব্য রাখেন, নাড়ির টান, প্রতিদিন প্রতিক্ষণ কবিতাগ্রন্থের কবি ও লেখক বাবুল দেব।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, মঈন উদ্দিন কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক পার্থ স্বারথী নাগ, বিশিষ্ট ব্যাংকার সুমন বণিক, মার্কেন্টাইল ব্যাংক এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দেবজ্যোতি মজুমদার রতন, বিশিষ্ট লেখক ও সাহিত্যিক অজিত রায় ভজন, প্রেমতুষ দাশ, সুব্রত দেব, অশোক চৌধুরী, নিত্তকলি আচার্য্য, প্রদ্বীপ দে, করুনাময় চন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লিটন পাল, নিখিল দে, নির্মলেন্দু দেব নিপু, নিকেতন দাশ, চিন্ময় চৌধুরী, রথীন্দ্র দাশ, রিংকু চক্রবর্তী, প্রদ্যুৎ চন্দ, শৈলেন দাশ, বিদ্যা চন্দ, রিতেস দেব, সুমন দেব, রিংকু দাশ, জয়ন্ত দেবসহ করের পাড়া গীতা সংঘের শিক্ষাথীবৃন্দ।

বক্তারা অভিমত প্রকাশ করে বলেন, বই দুটি আমাদের জীবনের ঘাত-প্রতিঘাত আনন্দ-বেদনার প্রতিচ্ছবি। আমাদের দেশে অনেক লোক আছে যেগুলো শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থ বা নিজস্ব স্বার্থ দেখে কাজ করে। কিন্তু বাবুল দেব সেই জায়গাটা থেকে সম্পূর্ণ আলাদা। আমরা আশা করছি বাবুল সামনের দিকে এগিয়ে যাবেন ও আরো বই জাতীকে উপহার দিবেন। আমাদের দেশে উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে চলেছে প্রকাশিত বিভিন্ন লেখনীর মাধ্যমে, বাবুল দেবও এমন স্থান অধিকার করবেন। বই দুটি পাঠকের প্রতি আলাদা প্রভাব ফেলবে বলে আমারা বিশ্বাস করি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain