শিরোনাম :
যে কারণে ভারতে ইলিশ যাচ্ছে, জানালেন উপদেষ্টা ফরিদা আখতার জেলা যুবদলের নেতৃবৃন্দের প্রতি আব্দুল্লাহ আল মামুনের কৃতজ্ঞতা প্রকাশ, বিভিন্ন মহলের শুভেচ্ছা নেতাদের আশ্বাসে আমরণ অনশন ভঙ্গ করেন সিলেট যুবদলে পদবঞ্চিতরা গহরপুর ব্লাড ফাইটার্স এর প্রবাসী সদস্যদের সম্মাননা স্মারক প্রদান সিলেটে জামেয়া মোহাম্মদিয়া সিলেটের হযরত বিলাল (রাঃ) জামে মসজিদ উদ্বোধন শাবিতে নতুন ভিসি, প্রো-ভিসি ও কোষাধ‍্যক্ষ সিলেট কয়লা আমদানীকারক গ্রুপ ও তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের মতবিনিময় সভা সুনামগঞ্জের শ্যামারচরে জামায়াতের সীরাতুন্নবী (সাঃ) মাহফিল মধুপূর্ণিমা তিথিতে চারুআড্ডা’র আহ্বানে আলোকিত বিশ্ব গড়তে আলো হাতে দশ মিনিট সানাবিল ফাউন্ডেশনের উদ্যোগে গোলাপগঞ্জে শহীদ পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৪০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। শরীর ভালো থাকলে মন ভালো থাকে। মন ভালো থাকলে একটি শিশু সহজেই যে কোনো কাজে মনোযোগী হয়ে উঠতে পারে। শিশুর মেধা বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে।
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজেও একজন ক্রীড়ামোদী। শেখ হাসিনা সরকার খেলাধুলাকে খুবই গুরুত্ব দিচ্ছেন। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে যাচ্ছেন। তরুণ প্রজন্ম পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় যত বেশি অংশ নেবে ততটাই তাদের মনমানসিকতা আরো ভালো থাকবে।
তিনি সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির খান এর সভাপতিত্বে ও মোহাম্মদ মাসুক মিয়া এবং ফৌজিয়া আক্তার এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শিক্ষা অফিসার ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মো. আল জুনায়েদ, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের (লাক্কাতুরা) প্রধান শিক্ষক নাজমা বেগম, রসময় মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।
দিবা ও প্রভাতি শাখার সিনিয়র শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুল ইসলাম, শেফালী সুলতানা, মোহাম্মদ আজিজুর রহমান, মো. আবুল খায়ের, মো. শওকত হোসেন, মীর্জা মোহাম্মদ শরিফুল ইসলাম, জয়নাল আবেদীন, ফরিদা ইয়াসমিন, আবু নছর মোহাম্মদ সুফিয়ান, মো. আক্তার হোসেন, রঞ্জনা সিনহা, মুক্তা তালুকদার, মোহাম্মদ হুমায়ুন কবীর, হালিমা বেগম, বাদল চন্দ্র বর্মন, মাহমুদা বেগম, রফিকুন নাহার, কুমারী শিল্পী রানী কর, ছালেহ আহমদ, রীনা রানী পাল, মো. আক্তারুজ্জামান, কাজল মালাকার, বিপ্লব নন্দী, মো. মোস্তফা মামুন, মাহমুদুর রহমান, সুপ্রভা সরকার, মো. আশফাকুর রহমান, মো. এমদাদুল ইসলাম, অসীম কুমার সিংহ, কাজী মোহাম্মদ আশরাফ হোসেন, মহিম লাল নাথ, দিলরুবা বেগম, মো. এমদাদুল হক, নাছরীন আক্তার, সহাকারী শিক্ষাকদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাস রঞ্জন দাশ, মোহাম্মদ সাইদুল হক, সবুজ মিয়া, মোয়াজ্জেম হোসাইন, তানজিমা জামান, নুসরাত জাহান কান্তা, মাহমুদ সিরাজুম মনির, মো. রুহুল আমীন প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain