শিরোনাম :
সিলেটের বিশুদ্ধ পানির সংকট ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে বিএনপি: খন্দকার মুক্তাদির নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে : প্রধান উপদেষ্টা সেই ইমাকে গ্রেফতার করেছে র‌্যাব সিলেটে ৯০০ কেজি অবৈধ ভারতীয় পিঁয়াজসহ আটক ৪ ছাতক-দোয়ারায় বিএনপি শক্তিশালী ও ঐক্যবদ্ধ-কলিম উদ্দিন আহমেদ মিলন সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপ আর নেই সিলেট জেলা কর আইনজীবী সমিতির অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন উন্মুক্ত নাগরিক সংলাপে খন্দকার মুক্তাদির কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলায় ডিসি সারোয়ার আলমের অভিযান জনগণের পার্লামেন্ট না হলে অধিকার ফিরে আসবে না : মির্জা ফখরুল

প্রত্যন্ত গ্রামে সাইক্লোনের শীতকালীন কবিতা উৎসব

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৯৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট শহর থেকে দূরে বিয়ানিবাজারের প্রত্যন্ত গ্রাম আলীনগরে সাইক্লোনের শীতকালীন কবিতা উৎসব ২০২৪ সম্পন্ন হয়েছে। গ্রামীণ পরিবেশে আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত মরহুম আবদুল মুমিত চৌধুরীর বাংলোবাড়িতে আয়োজিত কবিতা উৎসবে সভাপতির বক্তব্যে বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি অধ্যক্ষ কালাম আজাদ বলেছেন, শহরের অগ্রসর মানুষকে গ্রামের নিসর্গ ও সাধারণ মানুষের কাছে ফিরে যেতে হবে। আমি আমার প্রথম কাব্যগ্রন্থে কবিদের প্রতি এই আহবান জানিয়েছিলাম, আজ গ্রামীণ পরিবেশে শহরের কবিদের দেখে আমার মনটা ভরে গেছে।
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ২৭৬তম সাহিত্য আসরে আয়োজিত শীতকালীন কবিতা উৎসবে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাইক্লোনের সাবেক সভাপতি গল্পকার সেলিম আউয়ালের সঞ্চালনায় গত সোমবার (২৯.০১. ২০২৩) রাতে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বারাকা পাওয়ার লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর সমাজসেবী ফাহিম আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত ডাইরেক্টর কবি ডা. মো. মাশুকুর রহমান, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহম্মদ বশিরুদ্দিন, কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, বাচিকশিল্পী কবি সালেহ আহমদ খসরু, শাবিপ্রবি’র ডেপুটি রেজিস্ট্রার ও সাহিত্য সাময়িকী আল ইসলাহ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, শাইনি স্টেপস্-এর প্রিন্সিপাল সেনুয়ারা আক্তার চিনু, সাহিত্য সমালোচক কবি বাছিত ইবনে হাবীব, অনলাইন সিলেট টুডে’র সম্পাদক কবির য়াহমদ।
সম্মানিত অতিথির বক্তব্যে ফাহিম আহমদ চৌধুরী বাংলা সাহিত্যের প্রাচীন সাহিত্যকর্মের উপর আলোকপাত করে বলেন, সেই চ-িদাস থেকে আমরা দেখতে পাই তারা মানুষকেই সবার উপরে স্থান দিয়েছেন। মোট কথা আমাদেরকে মানবিক হতে হবে।
অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে কবিতা পাঠ করেন ছড়াকার কামরুল আলম, সিলেট লেখিকা সংঘের সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলি, সুরমা নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সাধারণ সম্পাদক মাসুদা সিদ্দিকা রুহী, লিটল ম্যাগ দো-আশ সম্পাদক কবি-সাংবাদিক লুৎফুর রহমান তোফায়েল, শিক্ষিকা আফিয়া সুলতানা, রন্ধনশিল্পী ফাহমিদা চৌধুরী, সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথি, কন্ঠশিল্পী মো. শামসুল ইসলাম খান, কন্ঠশিল্পী বিমান বিহারী বিশ^াস, কবি কামাল আহমদ, ছড়াকার মাজহারুল ইসলাম মেনন, প্রবীণ লেখক মকসুদ আহমদ লাল, কবি কামাল আহমদ, তাপাদার জান্নাতুল জাহরা, আরমান আহমদ আফ্রিদি, উমের আহমদ চৌধুরী প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain