শিরোনাম :
সিলেটে প্রেমিককে নিয়ে স্বামীকে খুন : স্ত্রীসহ তিনজনের ফাঁসির আদেশ চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে হাসনাত-সারজিসকে ট্রাকচাপায় হত্যার চেষ্টা সিলেট তারাপুর চা-বাগানের দেবোত্ত সম্পদে অবৈধ দখল পর্যবেক্ষণে ম্যাজিস্ট্রেট ও অপারেশন টিম আনোয়ার ফাইন্ডেশন ইউকের উদ্যোগে সম্মাননা প্রদান গোয়াইনঘাটে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী চাচা-ভাতিজা নিহত সিলেট মহানগরীর ভাড়া নির্ধারণ ও অবৈধ গাড়ি পার্কিং বন্ধ করার দাবিতে সিসিক প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান সিলেট জেলা বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধন সিলেটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ সিলেটের কৃষি মন্ত্রণালয়ের দপ্তর/ সংস্থা প্রধানদের সাথে মতবিনিময়

৯নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ গরীব অসহায় মানুষের পাশে থেকেতাদের সেবা করাই প্রকৃত ধর্ম-মোঃ মখলিছুর রহমান কামরান

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও ১নং প্যানেল মেয়র মোঃ মখলিছুর রহমান কামরান এর উদ্যোগে পবিত্র মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ৯নং ওয়ার্ডের দুস্থ অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর ২টায় নগরী নেহারিপাড়া আখালিয়ায় কাউন্সিলর এর বাড়িতে প্রায় ৩ হাজার অসহায়, দরিদ্র মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী অনুষ্ঠানের এলাকার বিশিষ্ট মুরব্বি সাইফুল ইসলাম সভাপতিত্বে ও ওয়ার্ড সচিব পিন্টু আহমদ ও রেনেঁসা যুব কল্যান সংস্থার সভাপতি আব্দুল্লাহ মাসুমের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর এবং ১নং প্যানেল মেয়র মোঃ মখলিছুর রহমান কামরান। এসময় তিনি বলেন, গরীব অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করাই প্রকৃত ধর্ম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গরীব অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন ভাতার মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়েছেন ও দীর্ঘ ২০ বছর থেকে সিলেটে সিটি কর্পোরেশনের কাউন্সিলর হয়ে ৯নং ওয়ার্ড সহ গরিব অসহায় মানুষের সবায় করে যাচ্ছি। যতদিন বেচে থাকবো ততদিন মানুষের পাশে থেকে সেবা করে যাবো। মানবতায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মোঃ মখলিছুর রহমান কামরান ৫ বারের কাউন্সিলর হিসেবে তিনি সর্বমহলে প্রশংসিত। তিনি অত্যন্ত দয়াবান। প্রতিবছর শীতকালে কম্বল বিতরন ও করোনাকালে বাসায় গিয়ে খাদ্য সামগ্রী, ঔষধ ও বিভিন্ন প্রকার সাহায্য সহযোগিতা করে তিনি ওয়ার্ডবাসীর নয়নের মনি হয়ে উঠেছেন। আল্লাহ তায়ালা তাঁর শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু দান করুন।

এসময় উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট মুরব্বি গোলাম রব্বানী রুহি আহাদ, আতাউর রহমান, হাবিবুর রহমান কবির, আলা উদ্দিন, আশিক মিয়া, আব্দুস সাত্তার, দরাজ মিয়া, ননী গোপাল রায়, আজাদ আহমদ, জামিল আহমদ, বাবুল আহমদ, মিছবাহ উজ্জামান খান, কৃষ্ণ চক্রবর্তী, রাজন আহমদ, আব্দুল জব্বার শাহী, সাকের আহমদ, বিপ্লব কুমার দেব, গৌছ মিয়া, জামাল আহমদ মুন্না, আবু তাহের লাল, লায়েক মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain