শিরোনাম :
চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে হাসনাত-সারজিসকে ট্রাকচাপায় হত্যার চেষ্টা সিলেট তারাপুর চা-বাগানের দেবোত্ত সম্পদে অবৈধ দখল পর্যবেক্ষণে ম্যাজিস্ট্রেট ও অপারেশন টিম আনোয়ার ফাইন্ডেশন ইউকের উদ্যোগে সম্মাননা প্রদান গোয়াইনঘাটে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী চাচা-ভাতিজা নিহত সিলেট মহানগরীর ভাড়া নির্ধারণ ও অবৈধ গাড়ি পার্কিং বন্ধ করার দাবিতে সিসিক প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান সিলেট জেলা বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধন সিলেটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ সিলেটের কৃষি মন্ত্রণালয়ের দপ্তর/ সংস্থা প্রধানদের সাথে মতবিনিময় সিলেটে পার্টনার প্রকল্পের প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময়

বড়লেখায় পৌর শহর থেকে দিনে দুপুরে প্রবাসীর মোটরসাইকেল চুরি

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৫৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: বড়লেখা পৌর শহরের উত্তর চৌমুহনির কলেজ রোডের প্রফেসর বিল্ডিংয়ের নিচ থেকে রোববার দিনে দুপুরে কাতার প্রবাসীর প্রায় পৌনে দুই লাখ টাকা মূল্যের পালসার মোটরসাইকেল চুরি হয়েছে। এব্যাপারে ভোক্তভোগি প্রবাসী থানায় অভিযোগ করেছেন।

বড়লেখায় দিনে-দুপুরে বাসার গ্যারেজ থেকে প্রকাশ্যে প্রবাসীর মোটরসাইকেল চুরির ঘটনায় বিভিন্ন মহলে উদ্বেগ-আতংক বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বড়খলা গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে কাতার প্রবাসী তাহের আহমদ ইমন (২৪) এর পরিবার বড়লেখায় উত্তর চৌমুহনীর কলেজ রোডের প্রফেসর বিল্ডিংয়ে ভাড়া বাসায় বসবাস করেন। সম্প্রতি তাহের আহমদ ইমন দেশে এসে প্রফেসর বিল্ডিংয়ের বাসায় পরিবারের সাথে থাকছেন। তার মালিকানাধীন একটি পালসার মোটরসাইকেল (মৌলভীবাজার ল-১১-০৮৫১) রয়েছে। প্রতিদিনের মতো গত ১১ মে রাত অনুমানিক ১২ ঘটিকার সময় উক্ত মোটর সাইকেলটি বাসার নিচ তলার গ্যারেজে রেখে নিজ বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ১২ মে রোববার দুপুর দেড়টার দিকে মোটরসাইকেল নিয়ে বের হতে গিয়ে দেখেন গ্যারেজের মধ্যে মোটরসাইকেলটি নেই। কে বা কারা তার পালসার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে।

ভোক্তভোগি প্রবাসী তাহের আহমদ ইমন জানান, গ্যারেজে মোটরসাইকেলটি না পেয়ে বাসার নিচের সিসি ক্যামেরার ফোটেজ দেখা শুরু করেন। সেখানে দেখা যায় ১২ মে বেলা ১১.৪৯ মিনিটের সময় অজ্ঞাতনামা চোর গ্যারেজ হতে আমার মোটর সাইকেলটি নিয়ে যাচ্ছে। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজসহ তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ভিডিও ফোটেজ পর্যালোচনা করলে মোটর সাইকেল চোর সনাক্ত ও গ্রেপ্তার করতে পারবে। ঘটনার একদিন অতিবাহিত হলেও চোর সনাক্ত ও মোটারসাইকেল উদ্ধার হয়নি।

মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, চোর সনাক্ত ও মোটারসাইকেল উদ্ধারে পুলিশ কাজ করছে।

এদিকে এরআগে গত ৯ এপ্রিল রাতে বড়লেখা পৌর শহর থেকে দক্ষিণগুল চা বাগানের ব্যবস্থাপক মো. মাহমুদুল হাসান মাসুমের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain