গোয়াইনঘাট প্রতিনিধিঃ- গত তিন দিনের টানা বৃষ্টি ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আকস্মিক বন্যায় উপজেলার প্রায় ৭৫ শতাংশ মানুষজন বিপদসীমার মধ্যে বসবাস করছে। বৃহত্তর সিলেট জুড়ে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গোয়াইনঘাট অঞ্চলের ৭৫ শতাংশ বাড়িঘরে থইথই করছে বন্যার পানি। বন্যার ভয়াবহ পরিস্থিতির কারণে বসত ঘরে চুলাতে আগুন দিতে পারছেনা তারা। আর চুলাতে আগুন না জ্বলানো কারণে বেশির ভাগ পরিবার পরিজন নিয়ে অনাহারে ও অরদাহারে দিনাতিপাত করছেন। ভয়াবহ বন্যার পরিস্থিতি বিষয়ে সার্বক্ষণিক পরামর্শ ও খোঁজখবর রাখছেন জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারগণ। গতকাল শুক্রবার ৩১ মে জেলা ও উপজেলা প্রশাসন ছাড়াও ব্যাক্তি উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় বন্যাকবলিত মানুষের মাঝে শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ নাহিদুল ইসলাম দিপু’র ব্যাক্তিগত উদ্যোগে ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে বন্যা কবলিত শতাধিক পরিবারের মাঝে চিড়া, চিনি, খাবার স্যালাইন, ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আশিক সরকার, সহ সাংগঠনিক সম্পাদক ইমন শাহ যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবির আহমেদ,ছাত্রলীগের নেতা মোঃ পারভেজ ও ইবাদুল সিদ্দিকী প্রমুখ।
এ বিষয়ে পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ নাহিদুল ইসলাম দিপু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। যুদ্ধ বিধ্বস্ত তলাবিহীন রাষ্ট্রকে ডিজিটালে রূপান্তরিত করে এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন। সেই স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্রলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ, আমরা দেশের যে কোন ক্লান্তি লগ্নে বাংলাদেশ ছাত্রলীগ অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে ছিলাম। আগামী দিনেও যে কোন দুর্যোগ মোকাবেলায় আমরা পাশে থাকবো।