অনুসন্ধান নিউজ :: দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বদরুল ইসলাম বলেছেন, স্মার্ট ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার আন্তরিক। ভূমিসেবা ডিজিটালাইজেশন করায় হয়রানি ও ভোগান্তি কমেছে, বেডেছে সরকারের রাজস্ব আয়। অনলাইনে নামজারি করতে হলে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে। সরকারের এই কার্যক্রমকে এগিয়ে নিতে তিনি সংশ্লিষ্টদের আহবান জানান। গত (৮ জুন) সকালে দক্ষিণ সুরমা উপজেলা সভাকক্ষে দক্ষিণ সুরমা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায় এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলীম উল্লাহ খাঁন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী শেখ আজিম উর রশিদ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হক, কামালবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ একরামুল হক, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক শরীফ আহমদ, সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা বদরুন্নাহার বিউটি, হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রান্টু রঞ্জন রায়, উপজেলা সার্ভেয়ার মোঃ আবুবকর সিদ্দিক, সিলাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মোছাব্বির আলী, মোগলাবাজার ভূমি সহকারী কর্মকর্তা রওশন আরা বেগম, লালাবাজার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শামীমা বেগম, দক্ষিণ সুরমা উপজেলা ভূমি অফিস সহকারী মোঃ আব্দুস শহিদ প্রমুখ। বিজ্ঞপ্তি