অনুসন্ধান নিউজ :: নিত্যপণ্যের দাম কমানো, জনজীবনে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে টুকেরবাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। অদ্য ১৪অক্টোবর সোমবার বিকাল ৩টায় টুকেরবাজারে সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স্থানীয় বাসদ নেতা নুরুল ইসলাম, আনোয়ার হোসেন, শ্রমিক ফ্রন্ট এর আব্দুল্লাহ পারভেজ,ইব্রাহিম আলী, তুহিন আহমদ, আনোয়ার হোসেন কুটি,মাসুক আহমদ, প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন অতীষ্ঠ। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। কারণ আওয়ামী সরকারের প্রত্যক্ষ প্রশ্রয়ে সিন্ডিকেট ব্যবসা পরিচালিত হত। সাধারণ মানুষের প্রত্যাশা ছিল আওয়ামী সরকারের পতন হলে সিন্ডিকেট ব্যবসার অবসান হবে। বক্তারা বলেন, ছাত্র – জনতার অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে ঠিকই কিন্তু সিন্ডিকেট ব্যবসার অবসান হয়নি । নব্য সিন্ডিকেট আজ বাজার নিয়ন্ত্রণ করছে। বক্তারা, সিন্ডিকেট ব্যবসায়ীদের আইনের আওতায় এনে নিত্যপণ্যের দাম কমানোর আহ্বান জানান।
বক্তারা বলেন, বিগত ১৫বছর জনগণের ভোটাধিকার হরণ করে সরকার স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছিল। বক্তারা নির্বাচন ব্যবস্থার সংস্কার করে দ্রুত নির্বাচন সম্পন্ন করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
বক্তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা, শ্রমজীবী মানুষের জন্য রেশনিং চালু করা, ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান, টুকেরবাজার অঞ্চলে নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।