শিরোনাম :
সিলেটের গুরুত্বপূর্ণ যেসব এলাকায় বুধবার বিদ্যুৎ থাকবে না সিলেটে সমষ্টির ফোকাল গ্রুপ আলোচনা অনুষ্ঠিত সিলেট-১ আসনে বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পাল এর কুশল বিনিময় অব্যাহত বেগম জিয়া চিরদিন দেশবাসীর হৃদয়ে বেঁচে থাকবেন: বদরুজ্জামান সেলিম শ্রীমঙ্গলে র‌্যাবের অভিযান: ঝোপে মিলল দুই বস্তা অস্ত্র ১৩তম ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হলেন সিলেট টাইটানসের নাসুম আহমেদ বেগম জিয়ার মতো দৃঢ়চেতা ও আপোষহীন নেত্রী ইতিহাসে বিরল: খন্দকার মুক্তাদির আপোষহীন দেশনেত্রীর আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে: কয়েস লোদী প্রথম দিনে আপিল করেন নি সিলেটের কোনো প্রার্থী টুকেরবাজার বিএনপি পরিবারের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করবে বিএনপি: মির্জা ফখরুল

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি ক্ষমতায় গেলে যুগপৎ আন্দোলনের শরীকদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে; তবে সেটা সর্বদলীয় সরকার হবে না। দুই একদিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারপারসনের পদে অধিষ্ঠিত করা হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

রবিবার সন্ধ্যায় সিলেটের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন মির্জা ফখরুল।

এই নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এটি এজন্য গুরুত্বপূর্ণ কারণ মানুষ এতোদিন তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। দীর্ঘদিন পর তারা ভোটাধিকার ফিরে পেয়েছে।

আগামী নির্বাচন নিয়ে মিডিয়া আশংকার কথা বললেও দল হিসেবে বিএনপি শঙ্কা বোধ করে না উল্লেখ করে তিনি বলেন, প্রথম থেকেই নির্বাচন চেয়েছে বিএনপি।নির্বাচন নিয়ে আমরা আশাবাদী। নির্বাচন তার পথে এগিয়ে চলছে। সবার সহযোগিতায় কমিশন নির্বাচন বাস্তবায়ন করবে।

মব সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, অর্ন্তবর্তী সরকার আসার পর দেশে নতুন একটা কালচার শুরু হয়েছে- মবোক্রেসি। এটি গণতন্ত্রকে ধ্বংস করে দেয়। এটা থেকে আমাদের বের হতে হবে।

দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন বেগম খালেদা জিয়া। আগামীতে যে গণতান্ত্রিক বাংলাদেশ ছিল খালেদা জিয়ার স্বপ্ন, সেটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, আসুন যে সুযোগ পেয়েছি তা কাজে লাগাই। আজকে সুযোগ এসেছে। এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। গণতন্ত্র একদিনে হয় না, গণতান্ত্রিক সংস্কৃতি একদিনে গড়ে ওঠে না। গণতান্ত্রিক সংসদ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল।

সিলেট থেকেই বিএনপি এবারের নির্বাচনী প্রচারণা শুরু করবে বলেও এসময় জানান তিনি।

প্রসঙ্গত, রোববার একদিনের ব্যক্তিগত সফরে সিলেট আসেন মির্জা ফখরুল। বিকেলে সিলেটে এসে তিনি হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন। এরপর সন্ধ্যায় বিমানবন্দর এলাকার একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনেসর উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, ড. এনামুল হক, এমএ মালিক, বিএনপির সহ-সাংগঠনিকত সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain