শিরোনাম :
সিলেট জেলা কর আইনজীবী সমিতির অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন উন্মুক্ত নাগরিক সংলাপে খন্দকার মুক্তাদির কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলায় ডিসি সারোয়ার আলমের অভিযান জনগণের পার্লামেন্ট না হলে অধিকার ফিরে আসবে না : মির্জা ফখরুল দেশ ও জাতির কল্যাণে সংসদে কথা বলতে চাই-আব্দুল মালিক চৌধুরী সিলেটে ২০ কেজি গাঁজাসহ তরুণী আটক গোয়াইনঘাটে অপরাধ নিয়ন্ত্রণ ও মাদক অভিযানে সম্মান পেলেন -ওসি তরিকুল ইসলামের সিলেট মহানগর ১০নং ওয়ার্ড কৃষকদলের সম্মেলন সম্পন্ন সিলেট মহানগর ৩৭নং ওয়ার্ড জামায়াতের নির্বাচনী সভা নগরীর কালীঘাটসহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগকালে খন্দকার মুক্তাদির

জাতীয় পার্টির সিলেট বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১৭৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  জাতীয়পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক ও সাবেক এমপি এমএ গোফরান বলেছেন- দেশের এই ক্রান্তিলগ্নে সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয়পার্টির প্রধান পৃষ্টপোষক বেগম রওশন এরশাদ এমপি’র বিকল্প নেই। তার নেতৃত্বে জাতীয়পার্টিকে শক্তিশালী করে দেশ ও জাতির মুক্তির পথ খুজঁতে হবে। ইতিমধ্যে ব্যাংকক থেকে দেশবাসীকে সেই বার্তাই দিয়েছেন বেগম রওশন এরশাদ। আগামী নির্বাচনে তার নেতৃত্বই জাতীয়পার্টি দেশকে সটিক ধারায় পরিচালিত করতে উল্লেখযোগ্য ভুমিকা রাখবে বলে জানান তিনি।
তিনি শুক্রবার (৭ই অক্টোবর) সন্ধ্যায় সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারের গ্রান্ড বাফেট হোটেলের হলরুমে সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয়পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক অধ্যাপক মো. ইকবাল হোসেন রাজু বলেন- পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ জীবদ্দশায় সব সময় দেশের দুর্দিনে, দেশের ক্রান্তিলগ্নে সটিক সিদ্বান্ত নিয়ে জাতিকে রক্ষা করেছেন। যখনই দেশ গতি হারিয়েছে, এরশাদ তখই ভুমিকা রেখেছেন। এবার বেগম রওশন এরশাদের পক্ষে জাতীয়পার্টির সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে উঠেছেন। আগামী ২৬ নভেম্বর ঢাকায় ইতিহাস সৃষ্টি করবে জাতীয়পার্টি। তিনি বলেন- জাতীয়পার্টির তৃনমুলের কর্মীদের মতামত নিয়ে বেগম এরশাদ দল পরিচালিত করছেন, আগামীতেও করবেন। একই সঙ্গে ত্যাগী ও পরীক্ষিত তরুন নেতৃত্বকে এবার প্রাধান্য দিয়ে দেশের গতিশীলতা রক্ষায় বিচক্ষনতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
জাতীয়পার্টির সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও সিলেট জেলা জাতীয়পার্টির সিনিয়র নেতা ইশরাকুল হোসেন শামীমের সভাপতিত্বে ও সদস্য সচিব মুহিবুল কাদির চৌধুরী পিন্টুর পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয়পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন, ইস্রাফিল হোসেন, আজমল হোসেন জিতু, আব্দুল কাদের জুয়েল ও রাজশাহী জাতীয়পার্টির সিনিয়র নেতা সরদার জুয়েল। সিলেট বিভাগীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সম্মেলন প্রস্তুতি কমিটির সিলেট বিভাগীয় যুগ্ন আহবায়ক আহসান হাবিব মঈন, যুগ্ন আহবায়ক বাশির আহমদ, দলের সিলেট বিভাগীয় মুখপাত্র মুজিবুর রহমান ডালিম, সিনিয়র সদস্য এডভোকেট গিয়াস উদ্দিন, তাজউদ্দিন এপলু, মুরাদ আহমদ, শিউলী আক্তার, আশরাফ চৌধুরী রাজু, রোজি বেগম, সেলিম আহমদ ও আব্দুল আহাদ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain