শিরোনাম :
জামায়াতে ইসলামী সিলেট মদিনা মার্কেটে ঐতিহাসিক সিরাত মাহফিল ও সুধী সমাবেশ অনুষ্ঠিত সিলেটে আলোচিত সুলতান ডাইনকে জরিমানা দূর্গাপুজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে বিজিবির মতবিনিময় র‍্যাবের অভিযানে ৩ নারী ১ পুরুষ আটক সিলেটে প্রাইভেটকারে মিললো ১২ লাখ টাকার ভারতীয় ক্রিম বিয়ানীবাজার দুবাগ ইউনিয়ন বিএনপির জনসভা নতুন প্রজন্মকে মানবিক মুল্যবোধে উজ্জ্বীবিত করতে হবে-প্রাক্তন মেয়র আরিফুল হক চৌধুরী শেরপুরে পাহাড়ি ঢলে আঞ্চলিক সড়কে ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন বিএনপির সাথে সংলাপের মধ্য দিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সংলাপ ডিবি কার্যালয়ে থাকবে না কোনো আয়না ঘর-ভাতের হোটেল : মল্লিক

সিলেট মহানগর ৮নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৭৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী সরকার দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। ক্ষমতার মসনদে থাকা আওয়ামী তাবেদার সরকার আবারো পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে।

 

আমাদের বক্তব্য সুস্পষ্ট এই সরকারের অধীনে পাতানো নির্বাচন জাতি মেনে নিবেনা। সরকারের বিদায় নিশ্চিত করে নিরপেক্ষ সরকারের মাধ্যমেই আগামীর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই তৃনমূল বিএনপিকে শক্তিশালী করতে হবে। এজন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সকল পর্যায়ে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হচ্ছে। বিএনপি একমাত্র দল, যে দলের প্রতিষ্ঠাতা দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আজো সেই দলের অভ্যন্তরে গণতন্ত্র প্রতিষ্ঠিত রয়েছে।

 

তিনি মঙ্গলবার বিকেলে নগরীর পাঠানটুলাস্থ একটি কমিউনিটি সেন্টারে সিলেট মহানগরের ৮নং ওয়ার্ড বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

 

৮নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আজমল হোসেনের সভাপতিত্বে ও বিএনপি নেতা সৈয়দ আব্দুল হাদী মাসুমের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

 

কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী।

কাউন্সিলে সম্মানীত অতিথির বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

 

কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীন, যুগ্ম আহবায়ক কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, যুগ্ম আহবায়ক কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, যুগ্ম আহবায়ক এডভোকেট হাবিবুর রহমান হাবিব, ৭,৮ ও ৯নং ওয়ার্ডের টীম প্রধান এবং মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম আহবায়ক এডভোকেট রুকশানা বেগম শাহনাজ, ৭,৮ ও ৯নং ওয়ার্ডের টীম সদস্য এবং মহানগর আহবায়ক কমিটির সদস্য জিয়াউল হক জিয়া ও আমির হোসেন।

 

বিএনপি নেতা দিলাল আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত কাউন্সিলে উপস্থিত ছিলেন, মহানগর আহবায়ক কমিটির সদস্য মাহবুব কাদির শাহী, মুর্শেদ আহমদ মুকুল, মাহবুব চৌধুরী, নুরুল আলম সিদ্দিকী খালেদ, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এস এম সায়েম, ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, ২১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালিক শেকু, ২৭নং ওয়ার্ড বিএনপির আহবায়ক লুৎফুর রহমান, ৭নং ওয়ার্ড বিএনপির সদ্য সাবেক আহবায়ক মানিক মিয়া, ৭নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নুরুল হক রাজু প্রমূখ। বক্তব্য রাখেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক আজিজ খান সজীব।

 

প্রধান বক্তার বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন অতিষ্ঠ। ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের প্রভাব রাষ্ট্রের প্রতিটি সেক্টরে পড়েছে। দেশ ক্রমশই ভয়াবহ পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। এ থেকে জাতিকে রক্ষা করতে জনগণের সরকার প্রতিষ্টা করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় তৃনমূল বিএনপিকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। কাউন্সিলের মাধ্যমে তৃনমূল বিএনপি গঠনের মাধ্যমে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীরা নেতৃত্বে আসছে। যার ফলে দলের কার্যক্রম গতিশীল হবে।

 

সম্মেলনে কাউন্সিলারদের গোপন ভোটে সভাপতি পদে আব্দুস সবুর, সাধারণ সম্পাদক পদে মিনহাজ পাঠান ও সাংগঠনিক সম্পাদক পদে রাসেল আহমদ খান বিজয়ী হন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain