শিরোনাম :
সিলেট জেলা কর আইনজীবী সমিতির অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন উন্মুক্ত নাগরিক সংলাপে খন্দকার মুক্তাদির কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলায় ডিসি সারোয়ার আলমের অভিযান জনগণের পার্লামেন্ট না হলে অধিকার ফিরে আসবে না : মির্জা ফখরুল দেশ ও জাতির কল্যাণে সংসদে কথা বলতে চাই-আব্দুল মালিক চৌধুরী সিলেটে ২০ কেজি গাঁজাসহ তরুণী আটক গোয়াইনঘাটে অপরাধ নিয়ন্ত্রণ ও মাদক অভিযানে সম্মান পেলেন -ওসি তরিকুল ইসলামের সিলেট মহানগর ১০নং ওয়ার্ড কৃষকদলের সম্মেলন সম্পন্ন সিলেট মহানগর ৩৭নং ওয়ার্ড জামায়াতের নির্বাচনী সভা নগরীর কালীঘাটসহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগকালে খন্দকার মুক্তাদির

টালমাটাল চিনির বাজার, সিলেটে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১৬৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: চাল-আটাসহ অন্যান্য নিত্যপণ্যের মতো অস্থির হয়ে উঠেছে চিনির বাজার। খুচরা বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১০৫ টাকার ঊর্ধ্বে। যা স্মরণকালের সর্বোচ্চ। বলা হচ্ছে, কারসাজির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে চিনির দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা।

এমতাবস্থায় শনিবার (২২ অক্টোবর) সকাল থেকে সিলেট নগরের বাজার অদারকিতে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চিনিসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেশি রাখায় জরিমানার কবলে পড়েন একাধিক ব্যবসায়ী। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত প্রতি কেজি চিনির দাম ৯০ টাকা। কিন্তু ব্যবসায়ীরা প্রতি কেজি চিনি পাইকারি দরে ৯৭-৯৮ টাকা বিক্রি করছেন। এতে খুচরা বিক্রেতারা আরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তাই বাজারদর স্থিতিশীল রাখতে সিলেট নগরের কালীঘাটসহ বিভিন্ন খুচরা ও পাইকারি বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নগরীর কালীঘাটের ৫টি দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় ।

শনিবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত নগরীর ভার্থখলা বাজার, কাজীর বাজার, বন্দর বাজার ও কালীঘাট বাজার ও লালদিঘির পাড়ে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদপ্তরঅ এসময় সরকার নির্ধারিত খোলা চিনি ৯০ টাকা এবং প্যাকেটজাত চিনি ৯৫ টাকা দামে বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন, পাকা রশিদ সংরক্ষন ও অতিরিক্ত দামে চিনি বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করা হয়। তদারকি কালে বন্দর বাজারের মনির এন্ড সন্সকে মূল্য তালিকার চেয়ে অতিরিক্ত দামে চিনি বিক্রির অপরাধে ২ হাজার টাকা, কালীঘাটে মূল্য তালিকা না রাখা ও অতিরিক্ত মূল্যে চিনি বিক্রির অপরাধে সিলেট গ্রোসারি শপকে ৩ হাজার টাকা, পাকা রশিদ সংরক্ষন না করা ও অতিরিক্ত মূল্যে চিনি বিক্রির অপরাধে মাহের ব্রাদার্সকে ৫ হাজার টাকা ও একই অপরাধে লালদিঘির পাড়ের আল মদিনা সুপার শপকে আরো ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময়, কালীঘাট বাজারের সকল পাইকারি বিক্রেতাদেরকে অতিরিক্ত মূল্যে চিনি বিক্রি না করার জন্য সতর্ক করা হয়।

অভিযান চলাকালে ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়, মিল গেটে এবং বড় বড় চিনির আড়ৎগুলোতে মূলত চিনির দাম বেশি রাখায় পাইকারী ও খুচরা বাজারে এর প্রভাব পড়ছে।

ভোক্তা অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালিত হচ্ছে। বিশেষ করে আজ বাজার তদারকি করা হয়েছে।

তিনি আরও বলেন, চিনির কেজি প্রতি যে মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার, এর বেশি দামে বিক্রি করা যাবে না। ব্যবসায়ীদের সাবধান করে দেওয়া হয়েছে। তবে ব্যবসায়ীরা বেশি দামে চিনি ক্রয় করেছেন বলে রশিদ যাচাইয়ে সত্যতা মিলেছে। বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain