শিরোনাম :
শেরপুরে পাহাড়ি ঢলে আঞ্চলিক সড়কে ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন বিএনপির সাথে সংলাপের মধ্য দিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সংলাপ ডিবি কার্যালয়ে থাকবে না কোনো আয়না ঘর-ভাতের হোটেল : মল্লিক সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সদস্য শিক্ষা শিবিরে এডভোকেট জুবায়ের সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে প্রাণ গেল পুলিশের বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদ গঠন শাবি ভিসি’র বাংলোর সিসিটিভি’র হার্ডডিস্ক ‘গায়েব’ হিউম্যান রাইটস’র চেয়ারম্যান দেলোয়ার খানের বিদায়ী সংবর্ধনা কবি ও লেখক বাবুল দেবের রচিত নাড়ির টান ও প্রতিদিন প্রতিক্ষণ বই দুটির প্রকাশনা উৎসব ফেঞ্চুগঞ্জে সংবর্ধনায় খান জামাল-গনহত্যায় জড়িতদের জাতী ক্ষমা করবেনা

দেশে সরকার পতন আন্দোলনের গণজোয়ার সৃষ্টি হয়েছে-আরেফিন জিল্লুর

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক টিমের প্রধান জিয়াউল গণি আরেফিন জিল্লুর বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তৃণমূলে নেতৃত্ব সৃষ্টি করতে হবে। তাই তৃণমূলের মতামতের ভিত্তিতে ১৫নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হবে। তিনি বলেন, বর্তমানে সারা দেশে সরকার পতন আন্দোলনের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার দেখে সরকার ভীত হয়ে পড়েছে। তাই দলের নেতাকর্মীদের নির্যাতন, হামলা, মামলা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করছে। এই সরকার পদত্যাগ না করলে রাজপথের ঐক্যবদ্ধ আন্দোলনেই তাদের পতন ঘটানো হবে।
তিনি আজ সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর আগ্রা কমিউনিটি সেন্টারে সিলেট মহানগর বিএনপির অন্তর্ভূক্ত ১৫নং ওয়ার্ড শাখার কাউন্সিল ও সম্মেলন সফলের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
১৫নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইফতেখার আহমদ সোহেলের সভাপতিত্বে সোমবারের প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক টিমের সদস্য নজিবুর রহমান নজিব মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আলম সিদ্দিকী খলেদ, কাউন্সিল ও সম্মেলন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও মহানগর বিএনপির সদস্য এডভোকেট আতিকুর রহমান সাবু, সহকারি কমিশনার এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি এবং এডভোকেট মো. আব্দুল্লাহ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপি নেতা নিজাম উদ্দিন বাবুল, শেখ মো. ইলিয়াছ, মো. সেলিম আহমদ, সুয়াইব আহমদ সুয়েব, শাহীন আহমদ, অর্জুন ঘোষ, ইউনুছ আলী, জাবেদ আহমদ, সালাম হায়দার রাজ, হায়দার আলী, মালেক বক্স, জামিল আহমদ, আব্দুস ছবুর রাসেল, মো. রিপন, সাজ্জাদ আহমদ, আব্দুল আহাদ, মিজানুর রহমান রানা, ইফতেখার আহমদ পাবেল, পান্না ঘোষ, সুমন আহমদ, জুনেদ আহমদ, রাহেল আহমদ, মো. কবির, পুলক আহমদ প্রমুখ।
উল্লেখ্য, আগামী ৩০ নভেম্বর নগরীর আগ্রা কমিউনিটি সেন্টারে কাউন্সিলে অংশগ্রহণ করার জন্য নমিনেশন দাখিল করেন সভাপতি পদপ্রার্থী শুয়াইব আহমদ শুয়েব ও শেখ ইলিয়াছ আলী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুস সবুর রাসেল ও শাহীন আহমদ, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী সাজ্জাদ আহমদ, পান্না ঘোষ ও ইফতেখার আহমদ পাবেল। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain